পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম অঃ } বিল ও ঝিল । b') অবস্থান সম্বন্ধে একটু বিশেষত্ব আছে। এ গুলির অধিকাংশই উত্তর হইতে দক্ষিণ দিকে এক শ্রেণীবদ্ধ ভাবে বিরাজমান রহিয়াছে বলিয়৷ কেহ কেহ অনুমান করেন যে, গঙ্গানদীর প্রাচীন প্রবাহ পূৰ্ব্বে এই স্থান দিয়াই প্রবাহিত হইত। কাল ক্রমে গঙ্গার গতি পরিবত্তিত হইয়া প্রাচীন খাত গুলি বিলে অথবা ঝিলে পরিণত হইয়াছে। ব্ৰহ্মপুত্র অথবা তাহার শাখা নদী গুলির প্রবাহ পরিবর্তন হেতু রায়পুর অঞ্চলের ঝিলগুলির উৎপত্তি হইয়াছে, এরূপ অনুমান করা অসঙ্গত নহে । - সুপ্রসিদ্ধ আইরল বা চুড়াইন বিল, হাসারার বিল, (১) জমসার বিল, নরা বিল, রঘুনাথপুরের স্তি, চৌহাট বিল, কলাকোপার বিল, খলসী বিল, নবগ্রামের বিল, গরীবপুরের বিল, মলার বিল, হাটপাড়ার গোং, নান্নার গোং (২), সারারিয়! নল বিল, রপ্তাই বিল, লাঙ্গাই বিল, খামপুরের বিল, কিরঞ্জির বিল, হাফনিয়ার বিল, দামশরণ বিল, ভাণ্ডারিয়া বিল প্রভৃতি এই শ্রেণী ভুক্ত। খলসী বিল, নবগ্রামের বিল, গরীবপুরের বিল, মলার বিল, হাটপাড়ার গোং, নান্নার বিল, রঘুনাথপুরের ঝিল, ভাণ্ডারিয়া বিল, হাফনিয়ার বিল প্রভৃতিতে বার মাস জল থাকে এবং প্রচুর মৎস্ত প্রাপ্ত হওয়া যায়। ঢাকা জেলায় বিলের সংখ্যাধিক্য বশতঃ মংস্তের প্রাচুর্য্য "বুক্ষেত হই থাকে \ মধুপুর জঙ্গলের পশ্চিম ও দক্ষিণপশ্চিম ভূমি অঙ্কুি নি। মেজর রেণেল ও বুকানন হ্যামিণ্টন প্রভৃতি মনীষিগণ উহা গঙ্গার ! ( *) अङ्कड भक ध्रा इज़ाइन किनारे चढर्मठ । ( ২ ) পূর্ববঙ্গে নদীকে গাং ৰলিয়া থাকে ; এই গাং হইতে গোং শঙ্কের bৎপত্তি হইয়াছে বলির জামরা মনে করি।