পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

இடி ঢাকার ইতিহাস । [ ১ম থ: কম্বোপারা, সাপোর, মুনিগর প্রভৃতি গ্রামের পাশ্ব দিয়া ধলেশ্বরী নদীর সহিত প্রায় সমান্তরাল ভাবে অগ্রসর হইয়াছে। বুড়িগঙ্গা তীর হষ্টতে অপর একটী রাস্ত পারজোয়ারের মধ্যদিয়া অগ্রসর হইয়া শুভড়ার সন্নিকটে দ্বিধা বিভক্ত হইয়াছে। পরে একশাখা ধলেশ্বরী তীরস্থিত ঠাকুরপুর নামক গ্রাম পৰ্য্যন্ত অগ্রসর হইয়াছে এবং অপর শাখা কোয়ারাখোলা গ্রামের মধ্য দিয়া ধলেশ্বরী নদীর তীর ভূমি পর্যন্ত গিয়াছে। ঠাকুরপুর গ্রাম হইতে অপর একটা রাস্তা কোমারতা গ্রামের মধ্য দিয়া অগ্রসর হইয়া এই শেষোক্ত শাখার সহিত মিলিত হইয়াছে। ধলেশ্বরীর দক্ষিণতীরস্থিত মুসুমপুর নামক গ্রামের কিঞ্চিৎ পূৰ্ব্বদিক দিয়া উপরোক্ত রাস্তাটর সম্প্রসারণ চলিদাছে, এবং উহা চূড়ান, গোবিন্দপুর, বাঘমারা প্রভৃতি গ্রামের মধ্যদিয়া নবাবগঞ্জের নিকটে দ্বিধা বিভক্ত হইয়াছে ; উহার একশাখা বান্দুরা, বারুয়াখালী, বোয়ালী, জলেশ্বর, দানিশপুর, যাত্রাপুর, ঝিটক, সাক্ষরাল, উখুলী, রাধাকান্তপুর হইয়া জাফরগঞ্জ পর্য্যন্ত অগ্রসর হইয়াছে। তথা হইতে সুর্গা পৰ্য্যন্ত এই রাস্তাট চলিয়া গিয়াছে। অপর শাখা ইগ্রাসী, লটাখোলী, মৈনট, দেহরো, পুরালিয়া, কানিয়া প্রভৃতি গ্রামের মধ্যদিয়া পদ্ম পৰ্য্যন্ত অগ্রসর হইয়াছে। ইহার সম্প্রসারণ হাজিগঞ্জ পর্য্যস্ত বিস্তৃত । মৈনট হইতে এই রাস্তার একটী ক্ষুদ্র শাখা মুরুল্লাপুর হইয়া পদ্মাতীয় পৰ্য্যস্ত গিয়াছে। পক্ষাতীরবর্তী আলিপুর হইতে অপর একটী রাস্ত চরমুণ্ডিয়া, হাজিগঞ্জ, ও পাটপাসার হইয় ফরিদপুর পর্য্যন্ত অগ্রসর হইয়াছে । ইছামতী তীরবর্তী পাথরঘাট নামক স্থান হইতে একটী রাস্ত বাসাইলের কিঞ্চিং দক্ষিণ পশ্চিমে দ্বিধা বিভক্ত হইয় একশাখা কাজিশাল,