পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, е ঢাকার ইতিহাস [*म १७

  • ১ম। নৈসর্গিক কারণে উন্নতাবস্থা প্রাপ্তি। ২য়। সমীপবৰ্ত্ত কতকস্থান সমূহের নিম্নতা । ৩য়। ব্ৰহ্মপুত্র ব্যতীত অপর কোনও স্রোতস্বতীর প্রবাহ দ্বার আনীত মৃত্তিক রাশি সঞ্চিত হইয়া উচ্চতা প্রাপ্তি। উপরোক্ত তিনটী অনুমান মধ্যে মিঃ ব্ল্যানফোর্ড শেষোক্তটা অত্যন্ত দুৰ্ব্বল বলিয়া মনে করেন। তিনি বলেন, “গঙ্গার শাখা নদী সমূহের নিম্নভূমি অতিক্রম করিয়া পশ্চিম দিকে অগ্রসর হওয়া অসম্ভব। শ্ৰীহট্টস্থ নদ নদী সমূহ স্রোতের সহিত অতি অল্প পরিমাণেই পলিমাটি বহন করিয়া আনয়ন করে। মুতরাং ঐ সমুদয় নদী কর্তৃক পলিমাটি সঞ্চিত ইষ্টয়া মধুপুর অঞ্চলের এবম্বিধ উচ্চতা প্রাপ্তি একপ্রকার অসম্ভব”। মিঃ ব্ল্যানফোডের মতে ভূকম্প অথবা এতৎ সাদৃশ অন্ত কোনও নৈসর্গিক কারণ সমবায়েই এই স্থান উন্নতাবস্থা প্রাপ্ত হইয়াছে' (t)। “নিম্ন বঙ্গ ও আসাম প্রদেশ সমূহেই ভূকম্পের মাত্রা কিছু অধিক বলিয়া পরিলক্ষিত হইয় থাকে ; সুতরাং ব্ৰহ্মপুত্রের আসামস্থিত উপত্যক ও শ্ৰীহট্টস্থ বিল সমূহের নিম্নতা প্রাপ্তি যে অপেক্ষাকৃত আধুনিক যুগেই সংঘটিত হইয়াছে তাছা অনুমান করা যাইতে পারে। ভূকম্পের ফলে আসাম ও শ্ৰীহট্ট প্রদেশের কত

(*) “Madhupur jungle may have been raised. (2) Parts of the surrounding Country may have been depressed. (3) “Or that the alluvion of the Madhupur area may have been deposited by some other river than the Brahmaputra-Geology of India by Medlicott and Blanford. (t) See Geology of India by Medlicott and Banford.