পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ম জ: ] झग्नःि । ১২৩ প্রথমঙঃ—এই কাপাল চাড়ার শাখা গুলি সরল ভাবে উখিত হয় ; এবং উহাদের সংখ্যাও কম। বিভক্ত পাতা গুলির অগ্রভাগ অধিকতর তীক্ষ। দ্বিতীয়তঃ—সমুদয় গাছটাই ঈষৎ লোহিত বর্ণের হইয় থাকে, এমন কি পাতার বোট এবং শিরাগুলি যে স্থঙ্ক কোমল তন্তু দ্বারা আচ্ছাদিত থাকে তাহাও রক্তি মাভ। তৃতীয়ত:—পুষ্পের বৃন্তগুলি অধিকতর লম্বা এবং পাপড়িগুলির বহিপ্রান্ত ভাগ রক্তবর্ণেরঞ্জিত। চতুর্থত:—তলার আঁশগুলি অধিকতর স্বগ্ন, কোমল এবং দীর্ঘয়তন বিশিষ্ট । বৎসরে তুলার দুইটী ফসল জন্মিত। একবার এপ্রেল ও মে মাসে এবং পুনরায় সেপ্টেম্বর ও অক্টোবর মাসে। এপ্রেল ও মে মাসে উৎপন্ন ফসলষ্ট সর্বোৎকৃষ্ট বলিয়া গণ্য ছিল। বর্ষার প্রারস্তে জমিতে ধান্ত বপন করিয়া অক্টোবর মাসে উহা কর্তিত হইলে, ক্ষেত্রস্থিত নাড়াগুলি অগ্নিসংযোগে ভস্মসাৎ করিয়া ফেলিতে হষ্টত। পরে হলকর্ষণ করিয়া জমী ভূল উৎপাদনের উপযোগী করিবার জন্ত কৃষকগণ নালাবিধ উপায় অবলম্বন করিত। বর্ষাকালে বীজগুলি তুলার সহিত জড়িত করিয়া রাখা হইভ এবং বাহাতে বীজে শৈত্য না লাগিতে পারে তজ্জন্ত মৃগয়পাত্র ত্বত অথবা ংৈল দ্বার স্বমার্জিত করিয়া তন্মধ্যে উহা রক্ষিত হইত। নবেম্বর মাসই বীজ বপন করিবার উপযুক্ত সময়। বীজগুলি ক্ষেত্রে নিক্ষেপ করিবার পূর্বে উহা জল নিষিক্ত করির লওর কর্তব্য। दिङ्गबनूब्र अभिन अछथकब्र 4थीं जवणविठ श्हेउ । उषांद्र बैौजसनि