পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y 8 o' ঢাকার ইতিহাস । [४५ १: স্বৰ্গগন্ত মহাপ্রাণ রাজা কালী নারায়ণ রায় মহোদয় ভাওয়ালে চায়ের চাৰ অরৈস্ত করিয়াছিলেন ! fকন্তু কোথায়ও সুফল প্রাপ্ত যায় নাই । - পান—ঢাকা জেলার প্রায় সৰ্ব্বত্রই পানের বরঞ্জ আছে। মীরকাদিম ও সোণার গাঁও অঞ্চলে প্রচুর পান উৎপন্ন হয়। সোণা গাও কাইকার টেকের এলাচ” ও “কান্তিপান” অতি প্রসিদ্ধ। মো মুবাদার এবং আমীর ওমরাহগণ প্রতাই “কাফ্রিপান” ব্যবহার করিতেন বলিয়া অবগত হওয়া যায়। ঢাকার বর্তমান নবাব বাহাদুর এই পানের অত্যস্ত পক্ষপাতী ; এজন্য অষ্ঠাপি কাইকার টেক হইতে নবাব বাহাদুরের ব্যবহারের জন্য প্রত্যহ ইছা ঢাকাতে প্রেরিত হইয়া থাকে। এই পান অত্যন্ত মুরস ও সুগন্ধ যুক্ত। নীল—উনবিংশ শতাব্দীর প্রথম ভাগে এতদঞ্চলে নীলের চাষ আরম্ভ হয়, এবং অত্যয় কাল মধ্যেই ইহার প্রসারত অত্যন্ত বৃদ্ধি প্রাপ্ত হয়। বর্তমান সময়ে এই জেলায় নীলের চাষ নাই। ১৮৩১ খ্ৰীষ্টাব্দে ঢাকা জেলায় মাত্র ২ট ক্ষুদ্র ক্ষুদ্র নীলের কুঠী সংস্থাপিত ছিল। রাজানগর, সিরাজাবাদ, ইছাপাণ, সাভার প্রভৃতি স্থানে কুণ্ঠী নির্মিত হওয়ায় নীলের ব্যবসা অত্যন্ত প্রসারত লাভ করিয়াছিল। কতিপয় বৎসর মধ্যে নীলের চার্য এরূপ বৃদ্ধি পাইতে লাগিল ষে কুষ্টয়ালগণ ১৮৩৩ খ্ৰীষ্টাব্দে এই জেলায় ৩১ট নীলের কুণ্ঠী সংস্থাপিত কৰিয়া ছিলেন ( ১ , । প্রতি বর্ষে গড়ে প্রায় ২৫০•/• মণ নীল উৎপন্ন হইত। নীলকরগণ এই ব্যবসায়ের উন্নতি কল্পে প্রতি বৎসরে প্রায় जिषणक भूर्जा दाइ करिठन । (2) Dr. Taylor's Topography of Dacca Page 135 and 136,