পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১.ম অঃ ] ভেষজ । Stoë. হাইতান, দেবদার, ঝাউ, বট, জারুল, বউন প্রভৃতি বৃক্ষাদি এবং বাশ প্রচুর পরিমাণে প্রাপ্ত হওয়া যায়। কাপ্তান গ্রেহাম অথবা কর্ণেল ষ্টেকি সাহেব পুরানাপল্টনের সন্নিকটবর্তী কোম্পানীর বাগিচায় সেগুণ বৃক্ষ রোপন করিয়াছিলেন। দেশীয় সৈন্ত লালবাগে স্থানান্তরিত হইলে গবৰ্ণমেণ্ট ঐ বাগানটী মিউনিসিপালিটির হস্তে প্রদান করেন। ইহার পরে ঐ সেগুন বৃক্ষগুলি কষ্ঠিত হয়। এসম্বন্ধে ঢাকার তদানীন্তন কালেক্টর মিঃ এ, এল, onto fosfostex “The trees have been cut down by whose order does not appear”. এতদ্ব্যতীত ফনিক্স পার্কর পশ্চাদ্ভাগে ও কতিপয় সেগুন বৃক্ষ ছিল। ১৮৫৫ খৃঃ অন্ধে বিভাগীয় কমিশনর মিঃ ডেভিডসনের আদেশে টহ বিক্রয় করা হয় । পূৰ্ব্বে এই জেলায় মেহগনি বৃক্ষ ছিল না । ক্লেসাহেবের রিপোটের ল্যুমেন্ট কয়েকটা মেহগণি বৃক্ষ ঢাকাতে রোপন করেন। মিঃ ক্লে বলেন “নিম্ন বঙ্গের ভূমি মেহগণি চাষের উপৰোগী”। বেত, উলু, কাসিয়, কালয়, লটা, নল, হোগলা প্রভৃতি গৃহ নিৰ্ম্মানে পযোগী সরঞ্জামী প্রচুর উৎপন্ন স্ট্রয় থাকে। অধুনা বেত ও উলু কম প্রাপ্ত হওয়া যায়। (খ ) শাকশবঙ্গী। সাপলা, পল্প, ঘেচু, কলমী, চেলেঞ্চ, বনপুই, গিম, বেড়া, ঢেকী, কচু, বনভারালী, ওল, কাটানটে, বনসিম, বাঘনখ, গন্ধ ভাদালিয়া প্রভৃতি শাকসবজী ঢাকা জেলার প্রায় সৰ্ব্বত্রই পাওয়া यांश्च ।