পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১শ অঃ ] মৎস্ত । Σ & Σ. পরিচিত। ঢাকাতে যে আহির গোয়ালার সংখ্যাধিক্য পরিলক্ষিত হুইয়া থাকে উহাদিগের পূর্বপুরুষগণকে সায়েন্ত খাঁ দেওশাল গাভী প্রতিপালন করিবার জন্ত ঢাকায় আনয়ন করিয়া ছিলেন । ভাওয়াল অঞ্চলের ডোম, ঋষি ও চামারগণ বরাহ প্রতিপালন कब्रिव्र थांtक । फ्राकाष्ठ cश्ऊ दब्रांश् e झूठे श्ब्र । গবর্ণমেণ্টের থেদায় ধৃত হস্তী সমূহ পিলখানায় রক্ষিত হইত। মধুপুরের জঙ্গলে পূৰ্ব্বে হস্তী পাওয়া বাইত। ময়মনসিংহের ভোলা নাথ চাকলাদার কাপালীয়ার নিকটে একটী খেদা প্রস্তুত করিয়াছিলেন। এই খেদার চিন্তু অদ্যাপি বিলুপ্ত হয় নাই। গৃঃপালিত পশুপক্ষীর উন্নতি সংসাধন জন্ত কালেক্টরের তত্ত্বাবধানে পূৰ্ব্বে ঢাকায় একট আদর্শ ফারম প্রতিষ্ঠিত হইয়াছিল। প্রায় ২৫ বৎসর পূৰ্ব্বে ভাওয়াল অঞ্চলে সাধারণ পাঠার মূল্য ছিল। চারি আন । খাসি একটা এক টাকা মূল্যেই পাওয়া যাই । এক্ষণে ৩২ টাকার কমে একটা অজশিশু এবং ৫২ টাকার কমে একটা থাসি পাওয়া দুলভ । r (গ) পক্ষী ও পঙ্গপাল । গৃধিণী, শকুণি, চিল, কোড়, বাজ, কোরাল, টিয়া, চন্দন, মান, চকুই, বাবুষ্ট, বস্ত কুকুট, পায়র, হরিকল, ঘুঘু, টুনী, দুর্গার্টুন, ডাহুক, সালিক, দয়েল, শুাম, হরবোলা, ময়ূর, পেচক, কুড়াইল, বক, মাচরাঙ্গা, হারগীলা, শামুকভাঙ্গা, কাক, বুলবুল, পিপি, তিস্তর, খঞ্জন, দাড়কাক, পাণিৰাউন, বউ কথা কও, ৰাউর, কুৰুট, সারদ, রামশালিক, চুপি, বাছুর, মদন, তোতা, ইংল, রাজহংস, মোরগ, প্রভৃতি পাখী এই জেলার দৃষ্ট হয়।