পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২শ জঃ } वििक्ल । ১৭৯ ७षः ७कन्नै कक गश्ञाई उंश ऑर्लिङ श्हेबांश्लि ( *)। ४७v४ १: जान्न এই স্থানেই মেঃ আয়ার এবং ব্রাডিল নামক কোম্পানীর এজেন্ট যুগল, সায়েন্তাখার পরবর্তী অস্থায়ী নবাব বাহাদুরখী কর্তৃক বলী অবস্থায় কিয়ৎকাল অতিবাহিত করিয়াছিলেন । ১৬৭ খৃঃ অন্ধ হইতেই ঢাকায় ইংরেজদিগের ব্যবসায় ক্রমশ: উন্নতির মুখে অগ্রসর হইতে আরম্ভ করে ; এবং কতিপয় বৎসর মধ্যেই উছ যথেষ্ট প্রসারতা লাভ করিয়াছিল । তৎকালে কুঠীর অধ্যক্ষ ছিলেন মিঃ জনস্মিথ। তৎপরে মিঃ রবার্ট এলওরাঞ্জ অধ্যক্ষপদ লাভ করেন । ১৬৭৫ খৃঃ অব্দে মিঃ এলওয়াজ ঢাকা নগরীতে মৃত্যুমুখে পতিত হইলে, সেযুয়েল হাব্বি ও ফিচ, নিড হাম নামক সাহেবদ্ধয় সহকারী রূপে ঢাকার কুঠীর কার্য্য পরিচালনা করেন। ১৬৭৬ খৃঃ অন্ধে মি: হাবি কাউন্সিলে যে লিপি প্রেরণ করিয়াছিলেন তাহাতে তিনি কুঠার অট্টালিকাটা ব্যবসায়ের পক্ষে অনতিপরিসর বলিয়া উল্লেখ করিয়াছেন। প্রাচীর বেষ্টিত কুঠাঁটার চারিদিকে এবং প্রাঙ্গণ মধ্যে কতিপয় পর্ণ কুটার থাকায় অগ্নিদেবের অনুগ্রহ নিতান্ত স্থলভ বলিয়া তীয় আশঙ্কার বিষয় ও জ্ঞাপন করিতে কুষ্ঠিত হন নাই। ফলে কৌন্সিলের কর্তৃপক্ষ ঢাকাতে সহস্র টাকার পণ্য সম্ভার রক্ষণোপযোগী ইষ্টক নির্মিত একটা নাতি ক্ষুদ্র অট্টালিকা নিৰ্ম্মাণ করিবার জন্ত আদেশ প্রদান করিয়াছিলেন ( )। (x) Diary of Streynsham master under date 23rd Nov. 1676 p.269 f. (3) “The council did therefore order that brick buildings be forthwith erected to secure the Company's goods not exceeding one thousand Rupees for the year"—Bowrey.