পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২শ অঃ ] শিল্প। እboor নিকটে দ্বাদন বাবদে কোম্পানীর কিছুই প্রাপ্য ছিল না; কিন্তু ১৭৭৬ খৃঃ অঙ্গে এই দানের টাকা অনেক পরিমাণে বাকী পরিয়া যায়। তস্তুবায়গণ এক বৎসরে যে পরিমাণ টাকার মাল যোগাইতে পরিবে বলিয়া অনুমান করা গিয়াছিল তাহ অপেক্ষ অনেক বেশী টাকা দাদন দেওয়া হইয়াছিল । এই প্রকারে উহাদিগকে কোম্পানীর নিকটে দায়াবদ্ধ করিয়া রাখা হইয়াছিল; ফলে, বিদেশী অন্তান্ত কুঠয়ালগণের এবং ব্যক্তিগত ব্যবসায়ের অন্তরায় ঘটিয়াছিল" (১)। এই প্রকারে ঢাকার বঙ্গ ব্যবসায় ইংরেজ কোম্পানীর একচেটিয়া হইয়া উঠিল। যাচনদার-কুঠতে সমুদয় মাল একত্রিত করা হইলে যাচনদারগণ চুক্তি পত্রে উল্লিখিত আদর্শ বন্ধের সহিত উহ। তুলনা করিয়া নিৰ্ব্বাচন করিয়া দিত। উৎকর্ষপকর্ষতা অনুসারে বস্ত্রগুলিকে চারিশ্রণীতে বিভক্ত করিয়া সজ্জিত করিবার রীতি প্রচলন ছিল। দাদনে যে সমুন্ন বস্ত্রাদি প্রস্তুত করা হইত তাহার উপরে অন্যান্ত যাবতীয় খরচ খরচ বাদে শতকরা ৮ হিসাবে, এবং নগদ খরিদ মালের উপরে শতকরা ৪॥৩ হিসাবে, লভ্য ধরিয়া মূল্য নিৰ্দ্ধারণ করা হইত। অন্যান্ত খরচ শতকরা ৭।• টাকার কম পড়িত না (২ )। প্রাদেশিক সমিতি,ওয়েয়ারহাউসকিপার ও গোমস্ত-- ১৭৭৪ খৃঃ অব্দে একজন অধ্যক্ষ ও চারিজন সভ্য লইয়া ঢাকায় একটা প্রাদেশিক সমিতি সংস্থাপিত হইলে এতৎপ্রদেশের বাণিজ্য ও রাজস্ব সংক্রান্ত কাৰ্য্য পর্য্যবেক্ষণ করিবার ভার ইহাদের হন্তে ন্যস্ত করা হয়। কলিকাতায় যে সমুদয় মাল রপ্তানি করা হইত তষিয়ের (») See Burkes works Vol, XI. Page 138. (R) History of Cotton Manufacture of the Dacca District.