পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:ঢাকার ইতিহাস। [*म थ وهي ميلان বিধিব্যবস্থা প্রণয়ন করিবার জন্ত একজন শ্বেতাঙ্গ পুরুষ নিযুক্ত হইলেন। তাহার পদের নাম হইল “সব এক্সপোর্ট ওয়েয়ারহাউস কিপার” । ঢাকার রাজস্বাদি কলিকাতায় প্রেরণ করিবার রীতি তখন পর্য্যন্তও প্রবর্তিত হইয়াছিলনা। উহা ঢাকা, লক্ষ্মীপুর, ও চট্টগ্রামের কুণ্ঠী সমূহের বস্ত্র ব্যবসায়ে খাটান হইত। এই সময়েই দালালের মধ্যস্থতায় ব্যবসায় করিবার প্রথা রহিত করিয়া উহাদিগের স্থলে প্রত্যেক আড়ংএ “গোমস্তা” নিযুক্ত করা হয়। আড়ংএ খাত (Ware house ; নিৰ্ম্মাণের অনুষ্ঠানও এই সময়েই আরম্ভ হয়। ঢাকার কুঠতে মাল চালান দিবার পূৰ্ব্বে প্রত্যেক আড়ংএর গোমস্তাগণ উছা “যাচাই” ও “বাছাই” করিয়া “খাতার” মধ্যে বোঝাই করিয়া রাখিত। এই সময়ে জেসারাংখা ঢাকার নায়েব নাজিম পদে প্রতিষ্ঠিত ছিলেন ; শাসন সংক্রান্ত যাবতীয় ভারই ইহার হস্তে গুস্ত ছিল । তিনি কতকগুলি বিধি ব্যবস্থা প্রণয়ন করেন ; তাহাতে তন্তুবায়দিগের উপরে আড়ংএর গোমস্তার সর্বময় ক্ষমতা অর্পিত হইয়াছিল। নায়েব—১৭৭৪ খৃঃ অব্দে বিভিন্ন আড়ংএ “নায়েব নিযুক্ত করিয়া তন্তুবায়দিগের যাবতীয় মোকদ্দমার বিচার ভার ইহাদিগের হস্তে ন্যস্ত করা হষ্টয়াছিল। রাজস্ব সংক্রান্ত মোকদ্দমাদি ব্যতীত একশত টাকার অনধিক দাবীর মোকদ্দমার বিচার ও ইহার করিতে পারিতেন। দশ টাকা দাবীর মোকদমায় ইহাদের বিচারই চূড়ান্ত বলিয়া গণ্য হইত। রেসিডেণ্ট— কুঠার বণিজ্যব্যবসায় হুচারু রূপে পরিচালনা করিবার জন্য ১৭৮৭ খৃঃ জন্ধে ঢাকা নগরীতে একজন রেসিডেন্ট