পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s२ं चः ] थेिझ । १●é খোপ খান আছে। এই স্থানের কূপজলও কোঙর মুলারের স্বনাম প্রসিদ্ধ দাধিকার জলের অন্নুরূপ গুণ বিশিষ্ট (১)। তেজগায়ে ইংরেজ, ফরাসী এবং ওলন্দাজদিগের বিস্তৃত ধোপাখানা ছিল (২ )। অজ্ঞাত নাম গ্রন্থকার এই স্থানের কূপজলের বিস্তর প্রশংসা করিয়াছেন। ঢাকা সছরের অন্যান্ত স্থানের কূপজল হইতে ঐ স্থানের কূপজলের স্বাদের ৰৈলক্ষণ্য আমরাও প্রত্যক্ষ করিয়াছি। স্বল্প মসলিন ধৌতকরা অত্যন্ত দুরূহ ব্যাপার। সাধারণ বন্ত্রের স্তায় ইহা “পাটে” আছড়াইতে হয় না। প্রথমে জলে সিদ্ধ করিয়া, পরে সাজিমাট ও সাবান মিশ্রিত ক্ষারঞ্জলে নিমজ্জিত করিতে হয় । অতঃপর উচ্চা শুামল দুৰ্ব্বাদল সমাচ্ছন্ন ক্ষেত্রে আন্তীর্ণ করিয়া রৌদ্রতাপে শুদ্ধ করা হয়। অৰ্দ্ধ গুঙ্কাবস্থায় বস্ত্র গুলি একত্রিত করিয়া ফুটন্ত জলে নিক্ষেপ করতঃ “সিদ্ধ” করিয়া লইতে হয়। পরে উহা লেকু রস-সিঞ্চিত স্ফটিক-স্বচ্ছ জল মধ্যে নিমজ্জিত করিয়া কিয়ৎকাল প্রক্ষিত इहेच्न थार्क । কাটা করা—ধৌত করিবার সময়ে বস্ত্রের স্বত্রগুলি স্থানভ্রষ্ট হইয়া বিশৃঙ্খল হইলে পুনরায় যথানির্দিষ্ট স্থানে উছাদিগকে সজ্জিত করিয়া দেওয়ার নাম “কাটা করা”। মসলিন ও জন্তান্ত ঢাকাই সুন্ন বস্ত্র যে ঢাকা সঙ্গর ব্যতীত ভারতের অন্ত কোনও স্থানে উত্তমরূপে ধেীত হইতে পারে না, তাহার কারণ অনুসন্ধান করিলে স্পষ্টই প্রতীয়মান হয় যে, অন্যত্র কোথাও কাটা করিবার প্রণালী প্রবর্তিত নাই বলিয়াই তাহারা স্বল্প বস্ত্র ধৌত কার্য্যে নৈপুণ্য প্রদর্শন (2) History of the Cotton manufacture of Dacca District. (*) Ibid and Taylor's Topography of Dacca.