পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२* अ: ] लिझ । 設が● ওয়াটসন লিখিয়াছেন, “পূৰ্ব্বে যে মসলিন প্রন্থত ইত, তাহার স্থতা বিলাতী মসলিন অপেক্ষ দৃঢ় ৰইলেও দীর্ঘকাল স্থায়ী ইষ্টত না। কারণ, তৎকালে এখানে টাটুক কার্পাস জানিয়া যে স্থতা প্রস্তুত ইত তাহা ইংলণ্ডের যন্ত্রনিস্পিষ্ট কার্পাসস্থত্র হইতে অনেকাংশে নিকৃষ্ট । ভারতীয় ৰস্ত্রের উৎকৃষ্ট খ্যাতি কেবল মাত্র এখানকার তত্ত্ববায়গণের যত্নে ও কাৰ্য্যকুশলতার ঘটিয়াছে বলা যাইতে পারে । ঢাকার তন্তুবায়গণ স্থত। পাট করিতে জানে । এই কারণেই তাহাদের বস্ত্রবয়ন খ্যাতি আজিও অক্ষুন্ন রহিয়াছে" (১)। বস্তুতঃ ঢাকার তত্ত্ববায়গণ এরূপ অধ্যবসায় ও ধীরতা সহকারে প্রত্যেকটা স্থত৷ স্বতন্ত্র ভাবে থৈএর মও সহযোগে পাট করে যে তাহাতে বিস্থিত श्हें८उ श्♛ । চরকা ও ডলনকাষ্ঠীর সাহায্যেষ্ট ঢাকার স্থত কাটা হুইত । চরকা দ্বারা অপেক্ষাকৃত মোট দ্বিতীয় শ্রেণীর স্বতা এবং ডলন কাঠী দ্বারা অতি স্বল্প মসলিনের স্থত গ্রস্তত হয়। ভোগা জাতীয় স্কুলার উৎপন্ন ৩৯ নম্বর ও তন্নিয়শ্রেণীর স্থতাই চরকার কাটা হইয়া থাকে। উপরের শ্রেণীর স্থত। প্রস্তুত করিতে হইলে “টাকুয়া” ও “ডলনকাঠী”র সাহায্য গ্রহণ করিতে হয় । অতি স্বল্প ১০ ইঞ্চি দৈর্ঘ্যবিশিষ্ট একট পরিষ্কার লৌহ শলাকার ( স্থচের স্থায় ) নিম্নতম অংশে এক ইঞ্চি পরিমাণ স্থান রাখিয়া তথায় একটী ক্ষুদ্র মৃংগোলক সংলগ্ন করিয়া দেওয়া হয় । এই যন্ত্রটীয় নামই “ডলনকাঠা” । amounts to Ilo and 807, while in the British it was only 688 and 56,6, not only account for the durability of the Dacca over the European fibre"—Balfour's Cyclo, India. (2) The Textile manufactures and Costumes of the people of India 1866.