পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२* च:] f ३* { ক্ষমত হ্রাস প্রাপ্ত হইতে থাকে। প্রভাতসময় এবং অপরাহ্ল কালই স্বল্প স্বত্র নির্মাণের উপযুক্ত সময়। ৰায়ুর শৈত্য হ্রাস প্রাপ্তি ঘটলেই স্বত্র ছিন্ন হইবার আশঙ্কা। ধীর, স্থির প্রফুল্ল ও একনিষ্ঠ চিত্ত না হইলে সূক্ষ্ম স্বত্র নিৰ্ম্মিত হইত না ( ১)। সূতা পাট করণ। যে স্থতাঃ তানা প্রস্তুত কমিত্তে হইবে, তাহা দিবসত্রয় পর্যন্ত জলে নিমজ্জিত করিয়া রাথিতে কয়। এই সময়ে প্রতাছই ঐ জল পরিবর্তন করা আবশ্বক। চতুর্থ দিবসে সুতায় মোড়া खणि अण व्हेरठ खेरडालन भूर्लरू ऎझांब्र भtश झहे पान क्रूण बाँडै५७ রাখিয়া ঐ যষ্টিদ্বয়ের সাহায্যে মোড়াগুলি ভালরূপে নিংড়াইয়া লক্টর পরে রৌদ্রে শুষ্ক করিয়া লইতে হয়। কয়লার গুড়, গৃহযুদ্ধ, অথবা ভাতের হাড়ির কালী, জলে মিশ্ৰিত করিয়া ঐ জলে পূৰ্ব্বোক্ত শুষ্ক স্বত্রগুলি পুনরায় দুই দিন পর্য্যন্ত ভিজাইর রাখিতে হয়। অতঃপর পরিষ্কার জল খায়। উস্থা ভালরূপে ধৌত করিয়া ছায়াতে শুষ্ক করিয়া লওয়া আবগুৰু । স্থতাগুলি নাটাইয়। আবার একদিন পর্য্যন্ত উৎ জলে রাখিতে হয়। পরে ঐ স্থত। ভালরূপে নিংড়াইয়৷ একথান কাষ্ঠখণ্ডের উপরে সাজাইর রাখে । খুৰ পরিষ্কার চুণ, জলে মিশ্রিত করিয়া, তাছাতে খৈ ভিলাইয়া মণ্ডের স্থায় প্রস্তুত করিতে হয়। স্বতাগুলি ঐ মওে উত্তমরূপে মাখাই লওয়া আৰু শুক। পরে এক একটা করিয়া স্থত নাটাইতে হয় । নাটাইবার সময়ে লক্ষ্য রাখা উচিত যেন, একগাছ স্থত অপর একগাছার গাঙ্গে মা লাগে । নাটাইয়ের স্বতাগুলি রৌদ্রে শুষ্ক করিয়া লইতে হয়। ( ; ) “The cause of the perfection of Muslin manufacture of India must be sought for the exquisitely fine organisation of the natives of the East. Their temperament realizes every feature of what described under the title nervous by physiologists"—Dr. Ure,