পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२७ ঢাকারইতিহাস । [ »भ ५: “বেলুন" "ভগবানের বিশ্বরূপ প্রদর্শন”, “উৰ্ব্বণীর শাপ বিমোচন” প্রভৃতি চৌকী শিল্পচাতুৰ্য্যে শীর্ষস্থান লাভ করিতে সমর্থ হইয়াছে। এতদ্ব্যতীত নভোমণ্ডলস্থ গ্ৰহগণের ভ্রবণ ও গ্রহাদি এবং পৌরাণিক ও সাময়িক যুদ্ধবিগ্ৰহাদি, দুর্গ, কেল্লা, সার্কাস, ঘোড়দৌড় প্রভৃতি ক্রীড়া কৌশল ও বড়টোকীতে প্রদর্শিত হইয় থাকে। (খ ) শঙ্খ শিল্প । এই জেলা মধ্যে সংর ঢাকা ও মাণিকগঞ্জস্থিত শঙ্খকারগণ উৎকৃষ্ট শঙ্খ প্রস্তুত করিয়া থাকে। এই শিল্প অতি প্রাচীন কাল হইতেই চলিয়া আসিতেছে। ঢাকার শাখারী বাজারে এই শিল্পিগণ সাধারণতঃ বাস করিয়া থাকে। এখানে প্রায় ১•১ শত ঘর শাখারী বাসকরে। এতত্ত্বাতীত ফরিদাবাদেও ৫৬ ঘর শাখারী আছে। বর্তমান সময়ে ঢাকা সহরে প্রায় ৫০০ শত জন লোক এই শিল্পদ্বারা জীবিকা নিৰ্ব্বাহ করিতেছে। শ্বদেশী আন্দোলনের ফলে ইহাদের ব্যবসা অত্যন্ত বৃদ্ধি পাইয়াছে। সাধারণ শাখার জোড়া।v• হইতে ২ টাকা পৰ্য্যন্ত বিক্রীত হইয় থাকে। শম্বশিল্পিগণ সাধারণতঃ ১•• শত টাকা মূলধন লইয়াই স্বীয় ব্যবসায় আরম্ভ করে । শখের সমুদয় কাৰ্য্যষ্ট হস্তারা সম্পন্ন করিতে হয়। করাত দ্বারা শঙ্খছেদন করা অভ্যস্ত পরিশ্রমের কার্য্য, ইহাতে সমুদয় অঙ্গ প্রত্যঙ্গের পরিচালনা অধিকতররূপে করিতে হয়। শঙ্খ কৰ্ত্তিত হইলে পর, উন্থ একখণ্ড প্রস্তরোপরি বিশেষ ধৈৰ্য্যসহকারে ঘর্ষণ করাও কম জায়াস সাধা নহে। শাখ, জরুরী, বাল, চুড়ি, ঘড়িরচেন, বোতাম, ও কাণের