পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३७० ঢাকার ইতিহাস। - [ »य १: মেজর রেগেল প্রাচীন গৌড় নগরকে, D'Anwille রাজমহলকে, বিলফোর্ড হগলী নগরীকে, হীরেন ( Heren) দুলিয়াপুর নামক স্থামকে Gange Regia আখ্যা প্রদান করিতে সমুৎসুক । কোনও অজ্ঞাতনাম গ্রন্থকার বলেন “হিন্দুরাজত্ব সময় হইতে এই বারুণী মেলার অনুষ্ঠান চলিয়া আসিতেছে। পূৰ্ব্বে এই স্থানের নাম ছিল লক্ষ্মীবাজার (লক্ষবাজার )। কোনও মহাজনের ব্যবসায়ের মূলধন লক্ষমুদ্রার নূন হইলে তিনি এই স্থানে বাস করিতে পারিতেন মা ; ইহাই নাকি বিক্রমপুরাধিপের আদেশ ছিল”। দেশের ব্যবসায়বাণিজ্য পরিচালনাবিষয়ে হিন্দুরাজগণের অপ্রতিহত ক্ষমতা ছিল ; তাহার কোনও দ্রব্যাদির রপ্তানি একেবারে বন্ধ করিয়াও দিতে পারিতেন। ক্রয়বিক্রয়াদি রাজাপ্পুজ্ঞা অনুসারেই সম্পন্ন হইত। লভ্যাংশের শতকরা ৫ টাকা রাজার প্রাপ্য ছিল (১)। অশোকাষ্টমীর মেলা । প্রতি বৎসর অশোকাষ্টমীর দিন নদরাজ ব্ৰহ্মপুত্রের পুতসলিলে অবগাহন করিবার জন্ত লাঙ্গলবন্ধ ও পঞ্চমীঘাটে নানা দূরদেশান্তর হইতে সহস্ৰ সহস্র হিন্দু নরনারী সমাগত হয়। এই উপলক্ষে ব্ৰহ্মপুত্রতীরে মেলা জমির থাকে। ২৩ দিবসব্যাপী এই মেলাটা স্থায়ী হয়। এই মেলাটি চৈত্রবারুণী নামে সাধারণ্যে সুপরিচিত। ধামরাইর রথমেলা । রথদ্বিতীয় উপলক্ষে ধামরাই গ্রামে একটা মেলার স্বচনা হইয়া Gाम्न ७क°क्रकोण होौं क्षब्र । शामब्राहे कल्लथिल्लग्न छक्क विश्वास्त्र ; এই সময়ে বছটাকার হুঙ্গবন্ত্রাদি এখানে বিক্রীত হয়। (») Heren's Asiatic Nations Vol III. Page 349.