পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬২ ঢাকার ইতিহাস । [*श १ः ঐনগরের রথমেলা । রথযাত্ৰ উপলক্ষে এখানে অষ্টাশ্বব্যাপী একটা বৃহৎ মেলার অধিবেশন হয়। এই মেলায় স্ট্রনগরের প্রসিদ্ধ কুঙ্কারগণের প্রস্তুত নানাবিধ স্বস্তৃপ্ত মূৰ্ত্তি প্রদর্শিত হইয় থাকে। বিক্রমপুরের নানাস্থান হইতে এই সময়ে এখানে বহুলোকের সমাগম হয়। দূরদেশান্তর হইতে জাগত দোকানদারগণ বিবিধ পণ্যসম্ভার দ্বারা তাছাদের ক্ষুদ্র পণ্যবিথীক পরিপূর্ণ করির ফেলে। এই সময়ে নানাবিধ আমোদ প্রমোদেরও ক্রট হয়না । লৌহজঙ্গের ঝুলনমেলা । শ্ৰীকৃষ্ণের ঝুলনযাত্রা উপলক্ষে লৌহজঙ্গ গ্রামে একটা বৃহৎ মেলা জলি থাকে। এতদুপলক্ষে লৌহজঙ্গের প্রসিদ্ধ ধনী পালচৌধুরীগণ ষথেষ্ট আমোদপ্রমোদেরও সুব্যবস্থা করিয়া আসিতেছেন। উয়ারীর মেলা। প্রতি দুইবৎসর অন্তর এই গ্রামে মাখমাসে একটী মেলার অধিবেশন হইয়া থাকে। এই মেলা সপ্তাহকাল স্থায়ী হয়। মেলা উপলক্ষে এই স্থানে নানা দূরদেশান্তর হইতে বহু সাধু, ফকির, বৈরাগী ও বৈষ্ণব প্রভৃতির সমাগম হয়। মেলার কয়দিন সাধুসন্ন্যাসীগণ খোলকরতাল সংযোগে নামকীৰ্ত্তন ও নানাবিধ উৎসবাদি করিয়া থাকেন। দিবারান্ত্রি সমভাবেই কীৰ্ত্তন চলিয়া থাকে। এই মেলার একটী বিশেষত্ব এই ষে, পূৰ্ব্বে কাছাকেও মেলার বিষয়ে সংবাদ না দিলেও সাধুসন্ন্যাসীগণ নির্দিষ্ট দিবসে এই স্থানে সমবেত হইতে আরম্ভ করে।