পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శిష్క్రి ঢাকার ইতিহাস। { ১ম খঃ বৈশাখ মাস হইতেই নদীজল ক্রমশঃ বর্তিত হইতে থাকে এবং আষাঢ় মাসের মধ্যভাগে অথবা শ্রাবণ মাসের প্রথমেই উহা সম্পূর্ণতা লাভ করে। বর্ষার জলপ্লাবনে একদিকে যেমন লোকের বাড়ীঘরে জল উঠিয়া অশাস্তির উৎপাদন করে, পক্ষান্তরে আবার সম্বৎসরের আবর্জনারাশি ধৌত করিয়া ম্যালেরিয়া বীজ সমূলে উৎপাটিত করিতে সমর্থ হয়। ভাওয়াল ও ঢাকা সহরের উত্তরাংশ এবং কাশিমপুর অঞ্চল ব্যতীত জেলার প্রায় সমুদয় স্থানই বর্ষাকালে প্লাবিত হইয় বায় । সেই প্লাবনমধ্যে, গ্রামগুলি যেন প্রবল-পবন-তাড়িত উৰ্ম্মিসম্বুল সমুদ্রমধ্যে বৃক্ষরাজিপরিশোভিত অসংখ্য দ্বীপমালার শোভা ধারণ করে। আর, গ্রামগুলির অভ্যন্তর দেখিলে মনে হয়, যেন সমুদয় জেলাটাই ভেনিস নগরের আকার ধারণ করিয়াছে। নৌকার সাহায্য ব্যতীত এক স্থান হইতে অন্য স্থানে যাতায়াত করা অসম্ভব হইয়া পড়ে। এই সময়ে কুমুদ, কলার প্রভৃতি জলজ পুষ্প ঝিলের মধ্যে প্রস্ফুটিত হয়, এবং নদীর ধার শুভ্র কাশপুপারা ভূষিত হইয়া উহা ভাসমান উদ্যানবৎ প্রতীয়মান হয় । সাধারণতঃ আশ্বিন মাস হইতেই বর্ষার জল কমিতে আরম্ভ করে ; কিন্তু কাৰ্ত্তিক মাসে প্রকৃতি পুনরায় রুদ্রমূৰ্ত্তি ধারণ করে। এই সময়ে পুনঃ পুনঃ শিলাবৃষ্টি ও ঝড় হইয়া সমুদয় জেলাটিকে আলোড়িত করিয়া তোলে। কাৰ্ত্তিক মাসেই বর্ধ শেষ হইয়া যায় । বর্ধার জল প্লাবনে পললময় মৃত্তিক সঞ্চিত হইয়া ভূমির উৎপাদিক भख् िवृशि करन। प्रउब्रांश् वर्षीब्र कहे निष्ठांख् दिभकनक रहेग७ ठेश tअकांशिक अंकांरब्र ठेन्को बनांथन कब्रिाऊ नबर्ष ङग्र ।