পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টাদশ অধ্যায়। প্রাকৃতিক বিপ্লব । ভূমিকম্প—কোনও প্রখ্যাতনামা বৈজ্ঞানিক ভারতী অতীত ভূমিকম্পসমূহের আলোচনা ও বিশ্লেষণ করিয়া ভূকম্পহিসাবে ইংরেজশাসিত ভারতবর্ষকে দ্বাদশটী বিভাগে বিভক্ত করিয়াছেন। এই দ্বাদশ বিভাগ মধ্যে অষ্টম বিভাগে নিম্নবঙ্গ অবস্থিত। তিনি প্রতিপন্ন করিয়াছেন, যে এই দ্বাদশ প্রদেশের মধ্যে অষ্টম প্রদেশই সৰ্ব্বাপেক্ষ চঞ্চল এবং পৃথিবীন্থ ভূকম্পোপযোগী যাবতীয় স্থানের অন্যতম একীি। অনেকের বিশ্বাস, আগ্নেয়গিরির অত্যুদয়ই ভূকম্প উৎপত্তির সৰ্ব্বপ্রধান কারণ ; কিন্তু পর্যবেক্ষণদ্বারা এই সিদ্ধান্ত অমূলক বলিয়৷ প্রতিপন্ন হইয়াছে। যে সমুদয় নৈসর্গিক উপায়ে ভূকম্প সংঘটিত হয়, তন্মধ্যে গঠনসম্বন্ধীয় ও ক্ষয়সম্বন্ধীয় কারণই অত্যন্ত বলবান। একটা বৃহৎ ভূমিকম্প হইলে ছোট ছোট অনেক কম্প তৎপশ্চাতে হইয়া থাকে। ১৮৯৭ খৃষ্টাব্দের ভূমিকম্পের পরে অমুকম্পের (aftershock) বিবরণ সংগ্রহের জন্য বিস্তুর চেষ্টা করা হইয়াছে। তা! হইতে অনেকে অনুমান করেন যে, মধ্যে মধ্যে আসামও পূর্ববঙ্গ হইতে যে সমুদয় ছোট ছোট ভূমিকম্পের সংবাদ প্রাপ্ত হওয়া যায়, তাহা ১৮৯৭ খৃঃ অশ্বের ১২ই জুন তারিখেৰ জগংগ্রসিদ্ধ ভূকম্পজাত অমুকম্পের জের মাত্র ।