পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Σίηο কাষ্ঠনিৰ্ম্মিত দুইটা হস্তী তথায় প্রেরণ করিবার অভিপ্রায় জ্ঞাপন করেন। গবর্ণমেণ্ট সমক্ষে ঢাকার শিল্প নৈপুণ্যের পরিচয় প্রদান করিবার এই শুভ অবসর উপেক্ষা করা সহৃদয় নবাববাহাদুর সমীচীন জ্ঞান করিলেননা। অচিরে তিনি তদীয় ষ্টেটের স্বযোগ্য ইঞ্জিনিয়ার ঐযুক্ত অমুকুলচন্দ্র সেন মহাশয়ের প্রতি শিল্পি নিৰ্ব্বাচনের ভার অর্পণ করেন। অনুকূল বাৰু ঢাকার অন্ততম শিল্পি-কুল-বরেণ্য ৮মুক্তারাম দাসের সুযোগ্য পুত্র শ্ৰীযুক্ত বিনোদবিহারী দাসকেই উপযুক্ত পাত্র বিবেচনা করিয়া তাঙ্গর হস্তে এই কার্য্যভার ন্যস্ত করেন। বয়সে নবীন হইলেও বিনোদের শিল্প নৈপুণ্যের খ্যাতি যথেষ্ট আছে। স্বীয় সহোদরার সাহায্যে বিনোদ তিন সপ্তাহ কাল মধ্যেই সেগুন কাষ্ঠ দ্বারা দুইটা সুবৃহৎ হস্তী নিৰ্ম্মাণ করিতে সমর্থ হয়। হস্তী দুইটার ওজন হই ছিল ৩ মণ। কাঠের মূল্য ও পারিশ্রমিক बांवरझ २००९ छैोक बिानांrमज्ञ &tभा ३हेबांग्छ। शती ईशेफ़ीब्र निर्मृी१ কৌশল এরূপ চমৎকার যে, উই! জীবিত বলিয়াই ভ্রম হয় । স্বয়ং গবর্ণর বাহাদুর ও নিৰ্ম্মাতার শিল্পচাতুর্যের প্রশংসা করিয়াছেন। এস্থলে সুবর্ণগ্রামের অন্তর্গত ভাটপাড়া নিবাসী অপর একটা রমণীরত্বের বিষয় উল্লেখ করা সঙ্গত মনে করি । ইগর নাম শ্ৰীযুক্ত অক্ষয়কুমারী দেবী। ইনি কাগজের উপরে বহুবিধ শিল্পবিদ্যাস করিতে সমর্থ। ইহার নিৰ্ম্মিত নানাবিধ দ্রব্যাদি চিকাগো প্রদর্শণীতে প্রেরিত হইলে, তথাকার শিল্পাচাৰ্য্যগণ এই বর্ষিস্থলী মহিলার গুণপনার सिद्ध প্রশংসা করিয়াছেন । কতিপয় বৎসর অতীত হইল ঢাকার স্বৰ্গীয় নবাব বাহাদুরের অনুজ্ঞা ক্ৰমে “হুসনী দালান,”—“তাজমহল,”—“আসান মঞ্জিল”— প্রভৃতি মুরম্য হর্স্যরাজি স্নবর্ণ ও রৌপ্যের স্বল্প তার দ্বারা নিৰ্ম্মাণ করিয়। আনন্দছরি বিশেষ প্রতিষ্ঠা অর্জন করিতে সমর্থ হয় । আনন্দ