পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাকৃতিক ৰিপ্লৰ। ९११ [ :به انw : निशंहिण ! लांबूनथ गजांटोग्र अश्यठिअश्नब जtनक न कबिब्राहे ছুর্ভিক্ষ দমনের জন্ত শস্তের জাকত আদায় পরিত্যাগ করেন । ১৭৬৯-৭০ খৃঃ অব্দে বঙ্গদেশব্যাপী ষে দারুণ দুর্ভিক্ষ দেখা দিয়াছিল, তাহার কবল হইতে ঢাকা জেলাও অব্যাহতি লাভ করিতে পারে নাই। এই দুৰ্ভিক্ষ ইতিহাসপ্রসিদ্ধ “ছিয়াত্তরের মন্বন্তর” নামে পরিচিত। ঐ দুর্ভিক্ষের সময়ে টাকায় ১২ সের করিয়া চাউল বিক্ৰীত হইয়াছিল ; তাহাতেই এ জেলায় বহুলোক জল্লাভাবে স্ত্রীপুত্র ও আত্মবিক্রয় করিয়া উদয়পালনের চেষ্টা করিয়াছিল। মিঃ, এ, সি, সেন লিথিয়াছেন “ঐ দারুণ দুর্ভিক্ষের পূৰ্ব্বে হঠাৎ তীবণ প্লাবম উপস্থিত হইয়া জেলার সমুদয় শস্তের হানি জন্মাইয়াছিল। এই জলপ্লাবন দীর্ঘকাল পৰ্য্যন্ত স্থায়ী হয়। এই জলপ্লাবনের পরেই আৰায় মার্জগু ও পবনদেবের কৃপা কিছু অধিক মাত্রায় দেখা দিয়াছিল। ফলে এক বিদুৎ বারি পতন হইয়াছিল না” । পুষ্করিণী ও কূপ জলশূন্ত হইয়া উঠিয়াছিল ; ফলে, গ্রামে গ্রামে বৃক্ষদির শাখাগ্রশাখা এবং বংশদণ্ডের বর্ষণে জাগম হইতে লাগিল। দুঃস্থ জনসাধারণ সাফল, জলপদ্মের মৃণাল প্রভৃতি ভক্ষণ করিয়া ক্ষুন্নিবৃত্তি করিত। ফলে বছলোক কালগ্রাসে পতিত হইয়াছিল। বঙ্গের উত্তরপশ্চিমাঞ্চলস্থিত স্থানসমূহ হইতে যে ঢাকা জেলার এই ছুর্ভিক্ষের প্রকোপ অপেক্ষাকৃত কম পরিলক্ষিত হইয়াছিল, শ্রীহট্ট জেলার সান্নিধ্যই তাহার একমাত্র কারণ। ১৭৭০ খৃঃ জদে বঙ্গের একমাত্র শ্ৰীহট্ট মঞ্চলেই গ্রচুর শস্ত উৎপন্ন হইয়াছিল।

  • Shihabuddin Talish's Fathyia Ibrayia, page 11ob. (manuscript

translation by Prof. Jadumath Sarkar.)