পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3th/e ংরি পিতা ৮লক্ষ্মণ রায়ই কাগজের পুতুল দ্বারা ঢাকার স্বপ্রসিদ্ধ জামীর বড় চৌকী সজ্জিত করিতে প্রথম আরম্ভ করেন। তৎপুৰ্ব্বে অপর কেহ এই অভিনব প্রথা অবলম্বন করে নাই। স্বর্বর্ণ ও রৌপ্যের কারুকাৰ্য্যে ঢাকা কামারনগরের v রাজবল্লভ রায় ও জরিয়াটুলীর গোবিন্দ কৰ্ম্মকার যথেষ্ট খ্যাতিলাউ করিয়াছিল। ঢাকার মুখলাল, চুনীলাল, পুরুষোত্তম ও মুন্নালাল ਾਲ শিল্পিগণ সেতার নির্মাণ কার্ঘ্যে সুধু বঙ্গদেশ কেন, সমগ্র ভারতবর্ষ মধ্যেই বিশেষ প্রতিষ্ঠালাভ করিতে সমর্থ হইয়াছে। ইহাদের প্রস্তুত সেতার ও এস্রাজ ভারতের নানাস্থানে সাদরে নীত হইয়া থাকে। উদ্দীপন না পাইলে সুপ্ত উদ্ভাবনী শক্তি জাতীয় জীবনে পরিস্ফুট হইতে পারে না। মুধু যন্ত্রাদির উদ্ভাবনও সকল সময়ে ঈঙ্গীত ফল প্রদানে অসমর্থ হইয় থাকে। প্ৰচুৰ অৰ্থ শক্তির সাহায্যেষ্ট সকল দেশে শিল্পকলার উন্নতি সাধিত হইতেছে। রাজশক্তির বিশেষ আনুকূল্য ঘটিলে ঢাকার বিলুপ্ত শিল্পবাণিজ্যের পুনরভূদয় এখনও সম্ভবপর হইতে পারে। আমাদের সহৃদয় রাজপুরুষগণ দেশীয় শিল্পের শ্ৰীবৃদ্ধিসাধনে অধুনা যেরূপ আগ্রহ প্রকাশ করিতেছেন তাঁহাতে মনে যথেষ্ট আশার সঞ্চার হইতেছে। ঢাকার ইতিহাস ৪ খণ্ডে সম্পূর্ণ হইবে। ভৌগোলিক বিবরণ, ভূতত্ত্ব, কৃষি, শিল্প, বাণিজ্য ও বন্দর, জমি ও জম, প্রাচীন কীৰ্ত্তি, তীর্থস্থান ও পুণ্যস্থান, দেবালয় এবং ঐতিহাসিক স্থান প্রভৃতির বিবরণ প্রথম খণ্ডে লিখিত হইল। দ্বিতীয় খণ্ড হইতেই প্রকৃত ঐতিহাসিক তথ্য লিপিবদ্ধ করিবার বাসন আছে। দ্বিতীয় খণ্ডে হিন্দু শাসন কাল হইতে বারভুঞার আমল পৰ্য্যন্ত এবং তৃতীয় খণ্ডে মোগল ও ইংরেজ শাসন কালের ইতিহাস লিখিত হইবে। চতুর্থ খণ্ডে বিভিন্ন পরগণার বিবরণ, পল্লি বিবরণ ७११ अभिप्तांब्रमिtशब्र विशङ्ग जांtगांक्लब कब्रि६ ।। পদে পদে স্বীয় অক্ষমতা উপলব্ধি করিয়াও এতদুদেখে আমি