পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૨ ঢাকার ইতিহাস । [ ১ম খঃ মোগলশাসনসময়ে নবাবী টাকশাল চকৃবাজারের সন্নিকটবর্তী ইসলামখার দুর্গমধ্যে স্থাপিত হয়। বর্তমান সময়ে ঐ স্থানে জেল হাসপাতাল প্রতিষ্ঠিত হইয়াছে। মোগলরাজত্বের অবসানের পরে ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর আমলে ১৭৭২ খৃঃ অন্ধ পর্যন্ত ঢাকার টাকশালে কোম্পানীর মুদ্রাদি প্রস্তুত হইত। ঐ সনেই ঢাকা, পাটনা ও মুরশিদাবাদের টাকশাল উঠিয়া যায়। ১৭৯২ খৃঃ অব্দের ১১ই আগষ্ট তারিখ হইতে ঢাকার নবপ্রতিষ্ঠিত টাকশাল হইতে পুনরায় কোম্পানীর টাকা মুদ্রিত হইতে আরম্ভ হয় ( ১ ) । কিন্তু ১৭৯৭ খুঃ অব্দের ৩১ জানুয়ারীর পরে ঢাকার টাকশালে আর কোম্পানীর টাকা মুদ্রিত হয় নাই ()। ঐ সময়েই টাকশালের কার্য বন্ধ হইয়া যায়। হাসপাতাল । পাগলাগারদ, মিটফোর্ড হাসপাতাল, জেল হাসপাতাল, দৈনিক চিকিৎসালয়, লেডি ডফারিণ জেনান হাসপাতাল প্রভৃতি ঢাকার প্রধান চিকিৎসালর । মিটফোর্ড হাসপাতাল-১৮৫৮ খৃঃ অব্দের ১লা মে রবার্ট মিটফোর্ড সাহেবের নামে মিটফোর্ড হাসপাতাল স্থাপিত হয়। মিঃ মিটফোর্ড ঢাকার প্রথম কালেক্টর ও শেষ প্রাদেশিক আপিল winto (Provincial court of Appeal) og for ১৮৩৬ খৃঃ অন্ধে মিঃ মিটফোর্ড প্রাণত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তদীয় প্রার ৮ লক্ষ টাকা আয়ের বিপুল সম্পত্তি ঢাকার (2) “The earliest weekly account of the new Dacca mint which I have been able to find is dated IIth August, 1792”—E. Thurston on History of the East India Company Coinage, (a) J. A, S. B, Vol. LXII, Pt. 1, Page 62.