পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯শ অঃ ] शिविश्व ! Rసె5 জেল হাসপাতাল—এই হাসপাতালে জেলের কয়েদীদিগের চিকিৎসা হয়। ১৮৫৯ খৃঃ অবে প্রাচীন নবাবী টাকশালে এই জেল স্থাপিত হইয়াছে। মফঃস্বলের ঔষধালয়—১৮৭০ খৃঃ অব্দে মাণিকগঞ্জ, জয়দেবপুর, জৈনসার, ভাগ্যকুল, ও কালীপাড়া এই পাচটা গ্রামে পাঁচটা ঔষধালয় ছিল। ১৮৬৪ খৃঃ অব্দের ১লা আগষ্ট মাণিকগঞ্জ ডিসপেন্সেরী স্থাপিত হয়। ১৮৬৬ খৃঃ অব্দের ১লা আগষ্ট তারিখে জয়দেবপুরের জমিদার yকালীনাবাণ রায় জয়দেবপুরে ডিসপেন্সের স্থাপন করেন। ঐ সনের ১৬ই নবেম্বর জৈনসার নিবাসী ছোট আদালতের জজ স্বনাম ধন্ত ৬অভয়কুমার দত্ত নিজ গ্রামে ডিসপেন্সেরী স্থাপন করেন। ১৮৬৮ খৃঃ অব্দে ভাগাকুল ও ১৮৭০ খৃঃঅন্ধে মে মাসে কালীপাড়ার ডিসপেন্সেরী স্থাপিত হয়। এই পাঁচটি ডিসপেন্সেরীর ডাক্তারের বেতন গবর্ণমেণ্ট কর্তৃক প্রদত্ত হইত। ১৮৭২ খৃঃ অন্ধে নারায়ণগঞ্জ ও মালুঢ়ী ডিসপেন্সের স্থাপিত হয়। ৮ বাৰু ঈশানচন্দ্র রায় মৃত্যুকালে তাহায় রঙ্গপুরের এক সম্পত্তি মালুচি ডিসপেন্সেরীর ব্যয় নিৰ্ব্বাহের জন্ত রাথিয়া গিয়াছেন । তাছা হইতেই এই ডিসপেন্সেরীর ব্যয় নিৰ্ব্বাহ হইয়া থাকে। ১৮৭৪ খৃঃ অন্ধে মুন্সীগঞ্জ ও বালীয়াটী ডিস্পেন্সের স্থাপিত হইয়াছিল। ১৮৭৭ খৃঃ অব্দে কালীপাড়া ডিস্পেন্সের সিমুলিয়াতে স্থানান্তরিত হয় এবং ১৮৮২ খৃঃ অন্ধে সিমুলিয়ার ডিস্পেন্সের উঠাইয়৷ দেওয়া হয়। জুবিলী উপলক্ষে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল ও ১৮৯০–৯১ সনে নাগরী মিশন ডিস্পেন্সেরী স্থাপিত হয়। বর্তমান সময়ে এই জেলায় ২৩ট ডিস্পেন্সেরী ও হাসপাতাল প্রতিষ্ঠিত আছে। এই ২৩টার ৮ট ডিীক্টবোর্ড ও লোকেল বোর্ডেন,