পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ow ঢাকার ইতিহাস। . [ ১ম খঃن কৃষিকার্য্যের উন্নতি বিষয়ে একেবারে উদাসীন হইয় পড়েন। এই সমুদয় কারণে কর্তৃপক্ষের আদেশ ক্রমে ১৭৮৯ খৃঃ অন্ধে লর্ড কর্ণওয়ালিস রাজস্ব নির্দিষ্ট করিয়া দশবৎসরের জন্য জমিদারদিগের সহিত . একটা বন্দোবস্ত করেন। ইহাতে এইরূপ কথা থাকে যে, ডাইরেক্টরদিগের অনুমোদিত হইলে, উহাই চিরস্থায়ী বন্দোবস্ত বলিয়া গণ্য হইবে। ১৭৯৩ খৃঃ অন্ধে ২২শে মার্চ ইংলওঁীয় কর্তৃপক্ষ দশশাল বনোবস্ত চিরস্থায়ী হইবার অনুমতি প্রদান করেন। ইহাতে জমিদারের নির্দিষ্ট রাজস্ব প্রদান করিয়া অধিকৃত ভূমি পুরুষানুক্রমে ভোগ দখল করিবার ক্ষমতা প্রাপ্ত হইলেন। চিরস্থায়ী বন্দোবস্তের পূৰ্ব্বে ঢাকার জমিদারদিগের অবস্থা নিতান্ত শোচনীয় ছিল। ১৭৮৮ খৃঃ অব্দে ঢাকার তদানীন্তন কালেক্টর মিঃ ডে লিথিয়াছেন “এখানে ধনশালী বা বিশ্বাসস্থাপনযোগ্য একটী লোকও নাই।” ( ১) দৰ্শশালা বন্দোবস্তের কার্য্য এই জেলায় ১৭৯১ খৃঃ অব্দে আরম্ভ হইয়৷ ১৭৯৯ খৃঃ অন্ধে সম্পূর্ণতা লাভ করিয়াছিল (২)। ভূমির উপর জমিদার ও তালুকদারদিগের নানাপ্রকারের স্বত্ব এ জেলায় প্রচলিত আছে। নিম্নে ঢাকা জেলার মছাল ও জোতের একটা বিবরণ প্রদত্ত হইল (৩) । (3) “There was not a man of wealth or credit among them at that time.” ( & ) Mr. A. C. Sen's Report on Land tenures &c. (o) List of the estates and tenures existing in the district, arranged in the way proposed by Mr. O'Donnell for the revised edition of Dr. Hunter's Statistical Account of Bengal, mentioned by Mr. A. C. Sen. -