পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

33 e. ঢাকার ইতিহাস । [ ॰भ १ः (২) বংশপরম্পরাগত ও হস্তান্তরের অযোগ্য ;– নিদিষ্ট করপ্রদ –বন্দোবস্তী, কায়েমী। (৩) অস্থায়ী ও হস্তান্তরের ধোগ্য—ইজার । (খ ) দ্বিতীয় শ্রেণী :– 等 © ( ১ ) বংশপরম্পরাগত ও হস্তান্তরের যোগ্য — নির্দিষ্ট করপ্রদ –দরপত্তনী, দরমিরাল, নিমহাওলা । (২) অস্থায়া—দর ইজার । 兹 ৩য়। করমুক্ত জোত ঃ– (ক) ধৰ্ম্মোদেশে স্বই,— হিন্দুগণ কর্তৃক—দেবোত্তর, ব্রন্ধোত্তর । মোসলমানগণ কর্তৃক—চেরাগান। (খ ) সাধারণের উপকারার্থে স্বঃ,— হিন্দুগণ কর্তৃক—ভোগোত্তর । (গ) কৰ্ম্মোদেণ্ডে হট্ট,— ( ১ ) জমিদারের অনুচরগণভোগ্য—পাইকান । (২) ব্যক্তিগত অনুচরগণভোগ্য—নফরান, চাকরান, মহাত্ৰাণ । উপরোক্ত জোত মধ্যে কতকগুলির সংক্ষিপ্ত পরিচয় প্রদত্ত হইল। (১) খাসমহলে—গবর্ণমেণ্ট খাসমহালগুলির মালিক। এই মহালগুলির কতক গবর্ণণ্টের নিজ তত্ত্বাবধানে আছে ; এবং অবশিষ্টগুলি অস্থায়ীভাবে বন্দোবস্ত করা হইয়াছে । ইহার মধ্যে প্রথমোক্ত গুলিকেই প্রকৃত খাসমহাল বলা যাইতে পারে। শেষোক্তগুলি প্রকৃত श्रृंtक थांग हैखांब्र भांड्स । -