পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२०१ वः] জমি ও জমা । Oyo

  • দখলিস্বত্বসম্বন্ধীর কয়েকট কথা—

(১) জোত স্বত্ব হস্তান্তরিত করা —এই জেলার প্রজাগণের দানবিক্রয়দ্বারা জোতস্বত্ব হস্তান্তরিত করিবার অধিকার নাই। প্রজাস্ববিষয়ক আইন বিধিবদ্ধ হইবার পূৰ্ব্বে এবধি প্রথা এই জেলার প্রচলিত ছিল না। আইন প্রণয়নের পরে ঐক্ষপে কোনও কোনও জোতস্বত্ব হস্তান্তরিত করা হইলেও উহা জমিদারগণকর্তৃক স্বীকৃত হয় নাই। (২) ফলবান বৃক্ষের ছেদন :-ফলবান ও মূল্যবান বৃক্ষের ছেদন করিবার ক্ষমতাও ঢাকাজেলার প্রজাগণের নাই। উহা করিতে হইলে জমিদারের অনুমতি গ্রহণ করা আবশ্যক। খাজনার হার :-জমির রকম অনুসারে জমা ধাৰ্য্য হইয়া থাকে। জেলার বিভিন্ন অংশে একই প্রকার জমির খাজনার হারেরও তারতম্য আছে। ঢাকা সহরের সমীপবৰ্ত্তী স্থানসমূহে এবং মুন্সীগঞ্জ মহকুমায় এই হার সর্বাপেক্ষা কম। মধুপুর বনাঞ্চলে খাজনার ছায় কম নহে। জমির প্রয়োজনীয়তা অনুসারে কর ধার্ঘ্য হইয়া থাকে। অবস্থান {সহর, বন্দর এবং নদীর নিকটবৰ্ত্তিত), মৃত্তিকার রকম (ফসল উৎপাদনের উপযোগিতা ) ফলবান বৃক্ষাদির সংখ্যা, ভিটী জমির উচ্চতা প্রভৃতির প্রতিও লক্ষ্য রাখা হয়। সাধারণতঃ বঙ্গের অন্তান্ত প্রায় সমুদয় জেলা অপেক্ষাই এই জেলায় খাজনার নিরেথ কম। দশশালা বন্দোবস্তসময়ে এই জেলার অনেক স্থান জঙ্গলময় এবং ঝিলসমূহ দ্বারা পরিবেষ্টিত ছিল। ঢাকা জালালপুরের অনেক স্থানেই বহুসংখ্যক বিল বা জলাভূমি ছিল। এক্ষণে ঐ সমুদ छ्न भां१िकशtअब्र अढर्शठ श्ब्रां भक्लिांटाइ । एउब्रांश्हे थै अक्ष्णश्ठि छविद्र १छनांद्र निtअ१ कम कब्रिग्न। १ब्रां इहेछाश्लि।