পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৪০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Hථි• চাকার ইতিহাস। [ •१ १: লতাপুষ্পাদি অঙ্কিত বিবিধ কারুকার্য দর্শকের চিত্ত বিনোদন করিতে जमर्थ इग्न । সমাধির প্রস্তরখণ্ডগুলির কোনও কোনও স্থান ভগ্ন হইয়াছে। २v8& भूः अक्षम्न १हे नादश्वब्र ७द१ »v8७ थुः श्रद्दशग्न ७मा छिनषब्र তারিখে, লোকেল কমিটীর সেক্রেটারী, ঢাকার তদানীন্তন ম্যাজিষ্ট্রেট মিঃ বি, এইচ, কুপার সাহেবের নিকটে এই বিষয়ে যে দুই খানা লিপি প্রেরণ করিয়াছিলেন, তৎপাঠে অবগত হওয়া যায় যে ছোট-কাটরানিবাসী আলোয়ার খান কর্তৃক এই কাৰ্য্য সমাধা হয়। মজহরজালি থানের সহিত এই মকবেরার স্বত্ব লইয়া উহায় ষে গোলৰোগ উপস্থিত হইয়াছিল, তাহার ফলেই আলোয়ার খান এই কাৰ্য্য করিয়াছিলেন। মসজিদের অভ্যন্তরে প্রবেশ করিলে উহাকে একটী শাস্তির আগার বলিয়া বিবেচিত হয়। পুৰ্ব্ব, পশ্চিম ও উত্তর পশ্বিন্ধ দেওয়ালে যে তিন খান শ্বেতপ্রস্তরবিনিৰ্ম্মিত গবাক্ষ আছে তাহার কারুকাৰ্য্য অতি চমৎকার। প্রত্যেকটি গবাক্ষ দৈর্ঘ্যে ৫ ফুট ও প্রন্থে ৩ ফুট হইবে। ইহার নিৰ্ম্মাণজন্ত । চুনার হইতে বিভিন্ন প্রস্তরাদি, গয়া হইতে সুদৃঢ় কৃষ্ণবর্ণ প্রস্তুরও জয়পুর হইতে শ্বেতমশ্মরপ্রস্তরাদি আনীত হইয়াছিল। বর্তমান সময়ে কোনও কোনও স্থানে শ্বেত মৰ্ম্ময়প্রস্তরখণ্ডগুলি উৎপাটিভ, স্থানে স্থানে ধিক্কত, স্থানে স্থানে বিলুপ্ত হইয়াছে। আবার কোথাও বা আসল গ্ৰন্তরের স্থানে কৃত্রিম প্রস্তরও বসাইয় দেওয়ার চেষ্টা করা হইয়াছে। এমন কি, সমাধির শ্বেত প্রস্তরও কোনও স্থানে ভগ্ন করা হইয়াছে । চন্দনকাষ্ঠনির্মিত বিবিধ কারুকার্যসমন্বিত কবাটগুলিও ছিজু শিগ্নিগণের করপ্রস্বত্ত (১)। ( , ) “The sandal wood door of the tomb are also of Hindu designs, as the panels form regular Swastikas or mystic crosses.”— Cunningham.