পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৪৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

] :ঢাকার ইতিহাস। २म १ שרט হইতে থাকে। এই সময়ে বলাইচাঁদ ও গদাধর সম্বরের মধ্যে সম্পদ গৌরবে যথেষ্ঠ প্রতিপত্তিশালী হইয় উঠেন। তাহার মিশিলের যথেষ্ট উন্নতি সাধন করিয়া মহাসমারোহে নবাবপুর পর্য্যন্ত মিশিল আনয়ন করিতে থাকেন। এই প্রতিযোগীতার ফলে মিশিল যথেষ্ট উন্নতিলাভ করিয়াছিল । ক্রমশঃ উভয়পক্ষে নান পৌরাণিক আখ্যায়িকার মনোরঞ্জন চিত্র প্রভৃতি সং এর অঙ্গীভূত হইয়া পড়িল । এই সময়েই বড়চৌকি, সোনারূপার চতুৰ্দ্দাল, হস্তাশ্ব সমূহের জন্য সাচ্চার কাজকরা জরীর সাজ মিশিলের সমৃদ্ধি জ্ঞাপন করিতে লাগিল । গবর্ণমেণ্টের পিলখানার হস্তীসমূহ শোভাযাত্রার অঙ্গীভূত হইল । উভয়পক্ষ হইতে প্রভূত অর্থব্যয় সাধিত হইয়া বিবিধ পদচারী ও মঞ্চস্থাপিত সং মনোরম সাজসজ্জায় জন্মাষ্টমীর উৎসবকে জাকাল করিয়া তুলিল। তৎসঙ্গে ঢাকার পূৰ্ব্বতন শাসনকর্তা নবাবগণ যে প্রকার মিশিল সমভিব্যহারে অতি সমারোহে নগরে বাহির হইতেন, তাহার ও কতক অনুকরণ করিঙ্গ ঐ নবাব-সোয়ারীরঅংশ মিশিলের কোন কোন স্থানে সন্নিবেশিত হইয়া উহার অবয়ব বুদ্ধি হইতে লাগিল । স্বচনা হইতে এ পর্য্যন্ত নবাবপুরের মিশিল পাচৰার স্থগিত রছিয়াছে । (১) যর্গির হাঙ্গামার ভরে যখন বঙ্গদেশ সন্ত্রস্ত, সেইবার মিশিল বাহির इङ्ग नाई। (२) इमारुनैौभूष-दूनांबन cन७ब्रान ब्राजप्शाशै झहेब्र ষে বৎসর ঢাকা নগরী লুণ্ঠন করেন, সেবৎসর মিশিল বন্ধ ছিল । (৩) ব্ৰহ্মদেশের প্রথমধুদ্ধের সময় মিশিল হইতে পারে নাই। (৪) সামাजिक ललांमणिब्र कtण ७रूवांद्र बित्रिण दक झङ्ग । (e) १२७० नाम ইসলামপুরের প্রতিৰোগীভায় বিবাদ বিলম্বাদের আশঙ্কায় ৱিশিল বন্ধ থাকে । , ইসলামপুরের মিশিল এ পর্যাপ্ত বদ্ধ ক্ষয় নাই। :