পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৪৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩শ অঃ ] দেবালয়াদি । Skyō বিবাহান্তে শ্বস্তরগুছে গমন কালে জাম্বুর্গ পিতৃগৃহে প্রতিষ্ঠিত দশভূজা মূৰ্ত্তি পিতার নিকট প্রার্থনা করিলেন। কন্যার কথা শুনিয়া, পিতা বলিলেন, দেবীর পূজার উপস্বত্বই আমার সংসারের প্রধান সৰল ; তুমি যদি দেবীকে শ্বশুর গৃহে লইয়া বাইবে, তবে আমার সংসার চলিৰে কিরূপে ? জয়দুর্গ উত্তর করিলেন, “আমার সন্তানগণ আপনার শিষ্য হুইবে, এবং তদ্বারাই আপনার সংসার চলিতে পারিবে” । উত্তর শুনিয়া, পিতা জয়দুর্গার প্রার্থনা প্রত্যাখ্যান করিতে সমর্থ ইষ্টলেন না । शठबार मनङ्छ मूर्डिं जश्र्शरिरु eनान कब्र इहेण । রাঘব ভট্টাচাৰ্য্য সন্ত্ৰীক মিতারাগ্রামে উপনীত হইলে তদীয় পিতা নববধূর পাকস্পর্শের আয়োজন করিয়া বন্ধুবান্ধবগণকে নিমন্ত্ৰণ করিলেন। নিমন্ত্ৰিত জ্ঞাতি বর্গ ও বন্ধু বান্ধবসহ অপরাপর ব্রাহ্মণগণ সমাগত হইলে পরম্পর কণাকণি চলিতে লাগিল। একেত বিদেশী মেয়ে, তদুপরি বধুর শরীরের বর্ণ অত্যন্থত, কাজেই বিশেষ প্রকারে অর্থব্যয় করিয়া মনস্তুষ্ট সাধন না করিতে পারিলে, নিমন্ত্রিত ব্যক্তিগণ নববধূর প্রদত্ত অন্ন আহার করিবেন না। সুতরাং রাঘবের পিতা কিংকৰ্ত্তব্য বিমূঢ় হইয়া পড়িলেন। এতচ্ছ বনে নববধূ, শ্বশুরকে লোকদ্বারা জানাইলেন, “নিমন্ত্রিতগণকে ভোজনাসনে উপবেশন করিতে বলুন, টাকার ব্যবস্থা পরে করা যাইবে”। বধুর কথায় আশ্বস্ত হইয়া শ্বশুর সকলকে ভোজনার্থ আহ্বান করিলেন। নিমন্ত্রিত ব্যক্তিগণ আসনে উপবেশন করিলে জয়দুর্গ অন্নপূর্ণপাত্রহন্তে তাহাদিগকে পরিবেশন করিতে প্রবৃত্ত হইলেন। এই সময়ে হঠাৎ বাতাল লাগিয়া নববধূর মাথার ঘোমটা পড়িয়াগেল। জয়দুর্গার দুইহাত বন্ধ, কাজেই কি করেন। স্বয়ম্বর স্থলে রাজগণের চকু যেমন ইলুমতীর প্রতি পতিত হইয়াছিল, তেমনি নিমন্বিত ব্যক্তিগণ, আগ্রহ সহকারে নববধূর দিকে অনিমেষ লোচনে চাহিয়৷