পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৫১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩শ অঃ ] দেবালয়াদি। ఛ్నిt ধামরাইর বাসুদেব । সায়েস্তাখানি স্থাপত্যের অনুকরণে নিৰ্ম্মিত কেবল মাত্র খিলানের উপর অবস্থিত একটা ইষ্টক বিনিৰ্ম্মিত মুনীর মন্দির মধ্যে কৃষ্ণপ্রস্তরের vবান্ধদেব বিগ্রহ স্থাপিত। এই বাস্বদেব মূৰ্ত্তি উলাইলের বিখ্যাত মিত্ৰ বংশীয়দিগের পুৰ্ব্বপুরুষ কর্তৃক প্রথমে কর্ণপাড়া গ্রামে স্থাপিত হয় ; পরে ধামরাই গ্রামে আনীত হইয়াছে। বামুদেব বাড়ী হইতে লাকুরিয়াপাড়া পৰ্য্যন্ত প্রায় । মাইল দৈর্ঘ্য এবং ২৭॥২৮ হাত প্রশস্ত ७क्फ्नै बाख्रा अाप्झ; ७हे ब्राउ ब्रिा३ शाश्व्राहेङ्ग १ प्लान श्छ। শিববাড়ীর অচল শিবলিঙ্গ । দাশোড়ার নিকটবৰ্ত্তী শিববাড়ী গ্রামে একটী অতি প্রাচীন শিবও শিবমন্দির আছে। এই অচল শিবলিঙ্গ দাশোড়ার বৈদ্যবংশোদ্ভব দত্ত মহাশয়দিগের প্রতিষ্ঠাপিত। যুগী জাতীয়গণ এই শিবের অর্চনা করিয়া থাকে। কথিত আছে, এই যুগীদিগের জনৈক পূৰ্ব্বপুরুষ স্বপ্নাষ্টি হুইয়া ইহার সন্ধান পাইয়াছিল। অ্যাপি প্রত্যেক যুগ পূজানিকেই দত্ত মহাশরদিগের অনন্তবপুরুষগণের প্রধানের নিকট চাইতে কপালে টীকা গ্রহণ করিতে হয়। উহাই তাছার নিয়োগপত্র বিশেষ। এই শিববাড়ী একটা প্রসিদ্ধ দেব স্থান। প্রকাও কুও মধ্যে শায়িত মৰ্বহং পাষাণময় অচল শিবলিঙ্গ ও মনোহারিণীবালা ভৈরবী মূৰ্ত্তি। শিবরাত্রির সময়ে এখানে একটী মেলার অধিবেশন হয়। খাবাশপুরের নিমাইচাঁদ। মানিকগঞ্জ থানার অধীন খাবাশপুর গ্রামে নিৰকাষ্ঠবিনিৰ্ম্মিত মহাদেৰ মুৰ্বি স্থাপিত আছে। এই বিগ্ৰহ ঐঐyনমাইচাঁদ নামে গ্রসিদ্ধ।