পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৫৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩শ অঃ ] দেৱালয়াদি । Cool • प्लाई थकित कब्रिग्न झर्णरुत्र भग्न डिाकर्षण कब्रिट्न। १ोक । श्रृषिक्छि

গায়ক-সম্প্রদায় "হাসনায়েনেয়” সদৃগুণাবলী বিষাদের তাঙ্গ ভাঙ্গ জুয়ে কীৰ্ত্তন করিয়া, উষ্ণ অশ্রুঞ্জলে বক্ষোদেশ প্লাবিত করিয়া, অতীতের বিষাদস্বতি জাগাইয়া তুলে। গায়ক-সম্প্রদায় উপবাসের রাত্রিগুলি শ্মশান-গীত কীর্তন করিাই কাটাইরা দেয়। এই সময়ে সমগ্র ইমামবাড়া নীল সবুজ রক্তিম প্রভৃতি বিবিধবর্ণের দীপ-মেখলায় মুসজ্জিত হই। দিগন্তু উদ্ভালিত করিতে থাকে। ইমামবাড়া সহরের প্রান্তৈক দেশে সংস্থাপিত ; মসজিদের চতুর্দিৰস্থ বিস্তীর্ণ কতকস্থান লইয়া ঐ স্থান হুসনী দালান নামে পরিচিত। ইমামবাড়ার গঠন কৌশল অতি মুনীর। গত ১৮৯৭ খৃঃ জদের ভীষণ ভূমিকম্পে হুসনীদালানের অনেকস্থান চূৰ্ণবিচূর্ণ হইয়া যাওয়ায় কীৰ্ত্তিমান স্বগীয় নবাব আসান উল্লা খানবাহাদুর প্রায় লক্ষ মুদ্র ব্যয় করিয়া ইমামবাড়ার সংস্কার সাধন করেন । সাহাজাদা সুলতান স্বজা যে সময়ে বঙ্গের মসনদে অধিষ্ঠিত ছিলেন, তৎকালে সৈয়দ মীর ঘোরাদ ঢাকাতে “মীর-ই-বছর" (supdt of the Fleet) পদে প্রতিষ্ঠিত ছিলেন। পরে ইনি দিল্লীতে “মীর-ই-ইমায়ং" (supdt of Architecture) itt eile sentferra (?) i sfirs আছে, একদা মীর মোরা গভীর নিশীথে স্বপ্নে দেখিলেন যেন, ইমাম হুসেন মহরমেরস্কৃতি রক্ষার্থে “তাজিয়া কোণ” (a House of mourning) নিৰ্ম্মাণ করিতেছেন। স্বপ্নেদৃষ্ট হুসেনের সেীমামূৰ্ত্তি এবং তাজিা কোণার মুখ-কল্পনা মোরাদের মন হইতে সহজে বিদূরিত হইল না। তিনি সৰ্ব্বদাই এই বিষয়ের চিন্তা করিতেন। অবশেষে তিনি স্বল্পায়যায়ী কাৰ্য্য (3) Almashrag Vol. I, No. 5. ३१