পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৫৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎿᎫᎼby ঢাকার ইতিহাস । [ ১ম খঃ করিতে কৃতসংকল্প হইলেন। অবিলম্বে বহুলোক “ভাজিয়া কোণা” নিৰ্ম্মাণের জন্য নিযুক্ত হইয়া গেল। মীর মোরা সৰ্ব্বদ। স্বয়ং উপস্থিত থাকিয়া এমারতের গঠন-প্রণালী পর্যবেক্ষণ করিতেন। প্রতি বৎসর মহরমের সময়ে দীপমালায় আলোকিত করিবার জন্য তিনি স্বয়ং অজস্র অর্থ ব্যয় করিয়াছিলেন। মীরের মৃত্যুর পর ঢাকার স্ববাদারগণ তদীয় সাধু সন্ধরট সম্পন্ন ও সৰ্ব্বাঙ্গমুন্দর করিবার জন্য "তাজিয়া কোণা" আলোকমালায় বিভূষিত করিবার সমগ্র ব্যয় ভার বহন করিতেন (১)। ১৭৫৬ খৃঃ অব্দে ঢাকার নায়েব নাজিম জেসারৎর্থ বাৎসরিক নির্দিষ্ট বৃত্তির টাকা কমাইয়া দিতে চাহিলে ঢাকার মোসলমান সম্প্রদায় মুরশিদাবাদে নবাব সিরাজদ্দৌলার নিকটে দরখাস্ত করেন। সিরাজ ঢাকার নিজামত তইতেই পূর্কের স্থায় সম্পূর্ণ ব্যয়ভার বহন করিবার জন্য জেসায়ংখার প্রতি আদেশ প্রদান করিয়াছিলেন ( ২ )। ১৭৮৮ খু: অন্ধে মিঃ সোর ত্রৈবার্ষিক বন্দোবস্ত করিবার জন্য ঢাকায় আগমন করিলে তিনি নিজামত মহালগুলি হজুরির সতি একত্র করিয়া ফেলিলেন (৩)। সঙ্গে সঙ্গে তিনি হুসনী দালানের বাৎসরিক বৃত্তিরও উচ্ছেদ সাধন করিতে দ্বিধা বোধ করেন নাই ( ৪ )। ঢাকার তদানীন্তন নায়েব নাজিম আসমতজঙ্গ বাহাদুর মিঃ সোরের এই অম্ভায় ও অবিচারের বিষয় কর্তৃপক্ষের গোচরীভূত করিলে গবৰ্ণমেণ্ট ২৫•• সিন্ধা টাকা বৃত্তি স্বরূপ নিৰ্দ্ধারিত করিয়া (») Vide Report of Mr. J. G. Dunbar. (R) Govt. Correspondence in the office of the Commissioner of Dacca Division. (*) Governor Generals of India and Taylor's Topography of Dacca. (•) Vide Correspondences in the Board of Revenue.