পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৫৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 Ebr ঢাকার ইতিহাস। [ »म :थ যাহা হউক ঢাকায় এক সময়ে ষে গুরু নানকের প্রতিষ্ঠিত শিখ ধর্শ্বের রশ্মি প্রজ্জ্বলিত চট্ৰয়া উঠিয়াছিল এবং এজন্য যে মধ্যে মধ্যে একাধিকবার শিখ গুরগণের এই নগরে পদার্পণ করিবার সুযোগ ঘটিয়াছিল তদ্বিষয়ে কোনও সনেদহ নাই । কুপ মধ্যস্থিত গুরুমুখী ভাষায় লিখিত প্রস্তরফলক পাঠে অবগত হওয়া যায় যে ১৭৫৮ খৃঃ অব্দে মোহন্ত প্রেম দাস কর্তৃক এই ইনারটি একবার সংস্কৃত হইছিল ; আরমানি গির্জা । অষ্টাদশ শতাব্দীর প্রারম্ভেই আরমানিগণ ঢাকাতে বাণিজ্য-ব্যপদেশে আসিয়া বাস করেন। পূৰ্ব্বে এখানে জারমানিদিগের সংখ্যা অনেক ছিল । এক্ষণে ইহাদের সংখ্যা ক্রমশঃই হ্রাস পাইতেছে। প্রথমতঃ ইহার একটী ক্ষুদ্র গির্জ নিৰ্ম্মাণ করিয়াছিলেন কিন্তু ইহাদিগের প্রধান্ত এই নগরে বৃদ্ধি পাইভে থাকিলে ১৭৮১ খৃঃ অন্ধে আরমানিটোলাতে একটা বৃহৎ গির্জা নিৰ্ম্মিত হয়। এীক গির্জা । আরমানিজিগের আগমনের পরে গ্রীকগণ এখানে জাসিয়াছিলেন। *løytstą storstofn fwolfs sist css Alexis Argyen sono খৃঃ জন্ধে মৃত্যুমুখে পতিত হইলে তদীয় বিপুল খনয়াশি তাছার পুত্রগণ প্রাপ্ত হইয়া ঢাকাতে আসিয়া বাস করিতে থাকেন। ১৮২১ খৃঃ অন্ধে ইহান্না ঢাকাতে একটি গির্জা নিৰ্ম্মাণ করিয়াছিলেন। তেজগার গির্জা (পর্তুগীজ)। ১৭১৭ ঋজৰে পৰিগণ বদদেশে প্রথম আগমন করেন। এই ৰংলয় John De :silveyra চারিধান বাণিজ্য পোত লছ বেঙ্গালাতে