পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৫৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२8ं च: ] ঐতিহাসিক স্থান। 穆总今 মনে ঈর্ষার উদ্রেক হয়। একদা গিয়াস বিমাতার ঘোরতর যড়যন্ত্রের বিষয় অবগত হইয়া প্রাণভরে সোনারগাঁও অভিমুখে পলায়ন করিয়া এথানকার শাসনভার গ্রহণ করেন। গিয়াস-উদ্দিন রাজ্য অধিকার করিবার কামনায় পিতার বিরুদ্ধে অস্ত্ৰধারণ করিয়াছিলেন । পিতারপ্রাণনাশ না হয়, গিয়াস-উদ্দিন সেজন্ত সেনাগণকে বিশেষ আদেশ প্রদান করিয়াছিলেন, কিন্তু আদেশ প্রতিপালিত হয় নাই। যুদ্ধস্থলে একটা বর্শ সেকেন্দরের হৃদয়ে বিদ্ধ হয়। তাহাতেই তাহার মৃত্যু झग्न । অশীতি বর্ষ পূৰ্ব্বেও সেকন্দেরের সমাধি এই স্থানে দৃষ্ট হইত; কিন্তু এক্ষণে উঃ বিলুপ্ত হইয়াছে। জাফরগঞ্জের পশ্চিমে গোয়ারীয় গ্রামে সেকেনারের দরগা এবং মোগল সম্রাট জাহাঙ্গীরের প্রতিষ্ঠিত “লঙ্গরখানা'র চিন্তু বিদ্যমান আছে। Vide Riajus-Salatin ; J. A. S. B. 1874; Taylor's Topography of Dacca. জাঙ্গালীয়া ! মেঘনাদভটে সোনারগায়ের অন্তর্গত একটা জনপদ । মোগলশাসনসময়ে জাঙ্গালীয়া একটী নাবি স্থান ছিল । জিঞ্জিরা । জিঞ্জির একটা ক্ষুত্র জনপদ। বুড়িগঙ্গামী ঢাকা ও জিঞ্জিরার মধ্য দিয়া প্রবাহিত। জিঞ্জিরার প্রাসাদ সা-স্বজানিৰ্মিত বড় কাটরার বিপরীত দিকে বুড়িগঙ্গার দক্ষিণ ভটে অবস্থিত। জিঞ্জিরা ও ঢাকার বাজাতের জন্য বড় কাটরার নিকটে বুড়ি গঙ্গায় ৰঙ্কোপরি এক ইষ্টকনিশ্মিষ্ঠ লেছু