পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৫৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*€y চাকার ইতিহাস । [ ১ম থঃ नदारी श्रीबाग विमाबान श्णि। प्लेशंद्र यांत्रिक डूि जनानि बितृक्ष হয় নাই। জনসাধারণ ঢাকা নগরী হইতে যেন নদীর দক্ষিণ তীরস্থিত জিঞ্জিরা ও অন্যান্য স্থানে অনায়াসে যাতায়াত করিতে পারে, এই উদ্দেশ্যেই এই সেতু নির্মিত হয়। বর্তমান সময়ে জিঞ্জিরায় দর্শনযোগ্য তেমন কিছুই নাই। নবাবনির্মিত প্রাসাদের ভাপ ও ভগ্নচুড় অট্টালিকার অংশমাত্র নয়নপথে পতিত হইয় অতীতের বিষাদস্মৃতি জাগ্ৰত করিয়া দেয়। টেইলার সাহেব তদীয় ‘টপোগ্রাফি অব ঢাক।” গ্রন্থে নবাব ইব্রাহিমখাকে জিঞ্জিরার প্রাসাদনিৰ্ম্মাতা বলিয়া নির্দেশ করিয়াছেন (১) । জিঞ্জিয়ার রাজপ্রাসাদের সহিত অষ্টাদশ শতাব্দীর বাঙ্গলার ইতিহাসের বিষাদস্মৃতি ওই প্রোতভাবে বিজড়িত হইয়া রহিয়াছে। একসময়ে এই প্রাদাদের প্রতি কক্ষ হইতে সরফরাজ-সওকতজঙ্গ-হোসেনকুলি-আলিবর্দি-সিরাজের পুরমহিলা ও বংশধরগণের ব্যথিতত্ত্বদয়ের তপ্তশ্বাস এবং ক্রনীনের অক্ষুট রোগ বহির্গত হইত। এই মুক প্রাসাদের প্রাচীর ও প্রতি ইষ্টকখণ্ড উহাদিগের গভীর মৰ্ম্মবেদনার চিয়সহচররূপে বিরাজমান ছিল । পিতার জীবদ্দশায় যে প্রতিদ্বন্দ্বী ঘেপিটী বেগম ও আমিন বেগমের গৰ্ব্বোন্নত গ্রীবার ঈষৎ আন্দোলনে শত শত অনুচরবর্গ কৃতার্থক্ষ্মন্য হইয়া অবিলম্বে আদেশ প্রতিপালনের জন্য ব্যস্ত হুইত, অদৃষ্টনেমির আশ্চৰ্য্য পরিবর্তনে উভয়ের ভাগ্যস্বত্র একত্র গ্রথিত হইয় এই প্রাসাদের এক প্রাস্তে উভয়েই বিষাদক্লিষ্ট বদনে কালযাপন করিতে বাধ্য হইয়াছিলেন। মতিঝিলের মুসজ্জিত স্বয়ম্য অট্টালিকায়, নানাবিধ (2) “On the opposite side of the river, there is an old building surrounded by moat, which is said to have been built by the Nawab ibrahim Khan”. Taylor's Topography of Dacca, Page 97.