পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৫৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8心@ ঢাকার ইতিহাস। [*भ १: হইয়াছিলেন। এইরূপে বাঙ্গলার শেষ স্বাধীন নবাব-পরিবারবর্গের বিষাদস্তৃতি বহুকাল পর্য্যন্ত সযত্নে রক্ষা করিয়া আজ জিঞ্জির একটী ক্ষুদ্র নগণ্য পল্লীতে পরিণত হইয়াছে। শোকভারাক্রান্ত জিঞ্জিরা বঙ্গের শেষ স্বাধীন নবাবগণের শ্মশানভূমি, ঐতিহাসিকের চক্ষে পুণ্যক্ষেত্র ও পীঠ স্থানের অন্ততম একটী । ১৭৫৭ খৃঃ অব্দে পলাসীর যুদ্ধের অবসান হইলে, ক্লাইব সেনাপতি মীরজাফরকে বঙ্গ-বিহার-উড়িষ্যার নবাব বলিয়া ঘোষণা করিলেন। আলিবর্দির সময় হইতে মীরজাফরের সিংহাসনপ্রাপ্তি পর্য্যন্ত এই সুদীর্ঘ ষোড়শ বর্ষকাল মধ্যে সরফরাজের পুত্রদ্বয়মধ্যে কোন অশান্তির চিকু পরিলক্ষিত হইয়াছিল না । অতি দীনভাবেই তাহারা এতকাল জিঞ্জিরার প্রাসাদমধ্যে অবস্থান করিতেছিলেন। কিন্তু তথাপি মীরজাফর স্বস্থিরচিত্তে কালযাপন করিতে পারিলেন না। মসনদে আরোহণ করিবার অব্যবহিত পরেই তিনি সরফরাজের জ্যেষ্ঠ পুত্র হাফেজআলিকে ঠাক হইতে মুরশিদাবাদে আনয়ন করিলেন। হাফেজ মুরশিদাবাদ আগমন করিয়া একরূপ বন্দীভাবেই অবস্থান করিতে লাগিলেন। এই সময়ে তিনি ক্লাইবের নিকটে যে দীনতা ও স্বীয় হীনাবস্থা জ্ঞাপন করিয়া অতি বিনীতভাৰে এক স্বীর্ঘ লিপি প্রেরণ করেন, তাহার মর্শ্ব অবগত হইয়া মীরজাফর অনেক পরিমাণে স্বস্থ হইলেন । কিন্তু সরফরাজের দ্বিতীয় তনয় জামানিখান্ন চরিত্র তীয় জ্যেষ্ঠ সহোদর হইতে সম্পূর্ণ পৃথকৃ. উপাদানে গঠিত ছিল। তিনি স্বভাবতঃই কিছু দৃঢ়প্রতিজ্ঞ ও তেজস্বী ছিলেন । অথবা দীর্ঘকালব্যাপী নৈরাপ্তই তাছাকে শত বিপৎপাতেও নিৰ্ভীক এবং সহিষ্ণু করিয়া তুলিয়াছিল। যখন দেখিলেন যে, এই शौर्ष tषांफ्न द९गह कांनषtश७ ठिनि अश्डेनम्रोद थनांश्कनेिकअरङ जबर्ष रहेरजन न, बङ्ग१ छेख्रबाख्द्र हैनझाँझरे बुक्ति गरेर अझ्,.