পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৫৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8હર ঢাকার ইতিহাস। [ भ्ष ९ः ইংরেজকর্তৃক মীরজাফরের রাজ্যচুতির কারণ অনুসন্ধান করিয়া ইংরেজ ঐতিহাসিকগণ র্তাহার নিষ্ঠুর চরিত্র এবং অসংখ্য নরহত্যাপরাধের বিষয় উল্লেখ করিলেও সমসাময়িক জনৈক গ্রন্থকার এই বিষয়ের তীব্ৰ এতিবাদ করিয়া গিয়াছেন ( ১ )। বস্তুতঃ তিনি ৰে নিতান্ত দুৰ্ব্বলচিত্ত ছিলেন, তদ্বিষয়ে সন্দেহ নাই । নীরণের যথেচ্ছাচারিত ও নিষ্ঠুর ব্যবহারের উপযুক্ত শাসন না করায়, জনসাধারণ মীরজাফরকেও মীরণের কার্য্যকলাপে সহকারীই ভাবিত। ১৭৬০ খৃঃ অন্ধের জুন মাসের এক গভীর নিশীথে ঢাকায় যে নৃশংস হত্যাকাও সংসাধিত হইয়াছিল, তাঁহাতেও অনেকে মীরজাফরকেই দোষী বলিয়া সাব্যস্ত করেন। কিন্তু মুতাক্ষরীণকার গোলাম হোসেন মীরণের আদেশক্রমেই উহা সংঘটিত হইয়ছিল বলিয়। উল্লেখ করিয়াছেন। আলিবর্জিমহিষী ও তদীয় কস্তায় ( ঘেসেটা বেগম ও আমিনাবেগম ); সিরাজমহিষী স্থফিন্নেছাবেগম ও তাছার শিশুকন্তাগণ, লুৎফেন্নেছা বেগম ও তদীয় শিশুকন্তু, এবং নওয়াজিসের পালকপুত্র ( বাদশ কুলীখার পুত্র ), মোরাদদৌল, মীর, জাফরের আদেশক্রমে জিঞ্জিরায় বনী অবস্থার কালযাপন করিতেছিলেন (২ )। উহাদিগকে হত্যা করিতে পারিলেই সিংহাসন কণ্টকপরিপৃষ্ঠ হইবে,ইগ বিবেচনা করিয়া কুটনীতিবিশারদ নিষ্ঠুর মীরণ ঢাকার নায়েৰ জেসারতথ্যকে পুনঃ পুনঃ অমুরোধ করিতে লাগিলেন (৩) । (3) Transactions in India from 1756-83. London “1784 . (Debreit) P., 38-39. e , (.) Translation of Seir Mutaqherin, Vol. ii & Long's. Unpublished Records. to Seir Mongbei, Vol II. P. 368, .