পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৫৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪শ অঃ ] ঐতিহাসিক স্থান। sse. জেলায়ৎখ অতি ধর্থীর লোক ছিলেন। মীরণের এই আদেশ প্রতিপালন করিতে কিছুতেই তিনি সন্মত হইলেন না। অনন্তর সংবাদ । बांश्क प्रमृश्हे 4हे कjश्रीाशां★ रुद्रिबांग्र अञ्च यज़ठ श्हेण । कांब्र१,. মীরণই তাছাকে এইরূপ আদেশ প্রদান করিয়া প্রেরণ করেন যে, যদি জেসারৎখ আদেশ প্রতিপালন করিতে ইতস্ততঃ করে, তবে যেন সে নিজেই এই কাৰ্য্য সম্পন্ন করে। সংবাদবাহক এক নিশীথ রাত্ৰিতে মুরাসাবাদে যাইবার ছল করিয়া নওয়াসিমবীি ঘেসেটা বেগম, সিরাজ-জননী আমিনা বেগম, নওয়াজিসের ভাবী উত্তরাধিকারী: মৃত এক্রাম-উদ্দৌলার শিশু পুত্র মুরাদদৌল, সিরাজবেগম স্থফিন্নেছা, এবং সিরাজের শিশুকন্যা ( স্থফিন্নেছার গর্ভজাত ), এই প্রাণীপঞ্চককে জিঞ্জিরার প্রাগাদ হইতে নৌকাযোগে থয়শ্রোত ধলেশ্বরীবক্ষে আনয়নপূর্বক ৭০ জন অনুচরবর্গা জলমগ্ন করি নেয় (১)। এইৰূপে আলিবর্দি, নওয়াজিস্ ও সিরাজের বংশ ধ্বংস হইল। হোসেনকুলি ও সরফরাজের বংশধরগণ কোম্পানীর হন্তে নেওগনী তার অপিত হওয়ার পরেও বন্দীভাবে জিঞ্জিরার প্রাসাদেই অবস্থান করিতেছিলেন । ১৭৬৭ খৃঃ অঙ্কে লর্ড ক্লাইথ তাহাদিগকে মুক্তি প্রদান করেন এবং বার্ষিক ম: ৩৪৭৫৫ টাকা পেশনের ব্যবস্থা করিয়া দেন। টেইলার সাহেব যে সময়ে ঢাকার ইতিহাস প্রণয়ন করেন, তখনও উহাদের বংশধরগণ ইংরেজপ্রদত্ত বৃত্তি তো कवि আসিতেছিলেন । 簿? (s) कषिङ थी",4हे नक्त चांविना ७ cगणनैcर**"खांतील *श्लोकाः পাপের পাখি হইৰে স্বলি অভিশাপ প্রদান করিছিলেন।