পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৬০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శ8ఫిe झोकाङ्ग हेडिहांग । [ »ब ५: সম্প্রদায়ভুক্ত বজ্রাচাৰ্য্যগণ এক সময় এই “আসন" তান্ত্রিক সাধনের বিশেষ উপযোগী জ্ঞান করিতেন” । “বাজালনের ভিটার নিম্নভাগে ৬৭টা প্রয়াও প্রস্তর স্তম্ভ বিদ্যমান ছিল বলিয়৷ স্থানীয় বৃদ্ধগণের মুখে অবগত হওয়া যায়। “বাজাসনের ভিটা খুড়িতে বহুসংখ্যক ইষ্টক পাওয়া যায় ; কিন্তু নানাপ্রকার প্রবাদ শুনিয়া লোকে ঐ স্থান খনন করিতে ভয় পায়। এই প্রবাদগুলি পৰ্য্যলোচনা করিয়া দেখিলে মনে হয় বাজাসনের ভিটা এক সময়ে ভিন্ন ধৰ্ম্মাবলম্বীগণের আশ্রম ছিল, এই জন্ত লৌকিক সংস্কার উহাকে ভূত ও প্রেতের সঙ্গে সংশ্লিষ্ট করিয়া রাখিয়াছে । নিকটবৰ্ত্তী কয়েকখানা গ্রামের প্রাচীন দলিলপত্রে প্রকাশ যে এই গ্রামগুলি এক সময়ে বাঙ্গাপন তালুকের অন্তর্গত ছিল। বাজালনের প্রাচীন সমৃদ্ধির আর একটা নিদর্শন এই যে ভিটার সান্নিধ্যে একদা অভ্যন্ত বড় রকমের একটা মেলার অধিবেশন হইত। এই স্থানে জিয়াসপুকুর নামে একটী পুকুর আছে ; এই পুকুরের জলের অসাধারণ শক্তি সম্বন্ধে নানা প্রকার জনশ্রুতি শ্রত হওয়া बांब्र। वैसूख् ब्रांद्र नब्र९5ख मांग बांशश्ञ गि, आहे, हे मzशमब्र স্বপ্রসিদ্ধ দীপঙ্কর শ্ৰীজ্ঞান অতীশের যে জীবনী সংগ্ৰছ করিয়াছেন তৎপাঠে অবগত হওয়া যার যে, তিনি দ্বাদশ বৎসর কাল "বজ্রাসন বিহারে" অধ্যয়ন করেন এবং এই বজ্রাসন বিহারের পুৰ্ব্বস্থিত বিক্রমপুরে তিনি জন্মগ্রহণ করেন। আমাদের বিবেচনায় এই ‘ৰাজাসন”ই তৎকালে বজ্রাগন বিহার বলিয়া পরিচিত ছিল। - ¢रुत्रांकन ! ভার্টোমেনাস ১৭৯৩ খৃঃ অৰে বেঙ্গাল নগরীতে পদার্পণ করিাছিলেন বলিয় জানা যায়। তিনি এই স্থানকে বহু সম্পদশালী ও