পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৬১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

tఫిత్రి ঢাকার ইতিহাস । { ১ম থ: খোদিত ইষ্টকলিপিপীঠে অবগত হওয়া যায়, দিল্লীশ্বর ঔরঙ্গজেবের সময়ে নবাব আমীর-উল-উমর সায়েস্তা খ" ও বাদশাহের দেওয়ান হাজি সুফি খাঁর আমলে ১৭৮৭ বঙ্গাব্দে ( ১৬৮১ খৃঃ অন্ধে) দেবদাস বস্তু কাননও এবং নযাই খাষনবীশ নাওয়ারার এহিতিমাম পদে প্রতিষ্ঠিত ছিলেন। মাছিমাবাদ । সুপ্রসিদ্ধ ঈশাখ মসনদ আলীর পৌত্র মাছিমর্থার নামানুসারে এই इॉन मांछ्भिांदांन श्राश्वj <यांशं रुझेब्रांtछ् । भांहिमशै) ७झे शांप्नझे यौग्न বাসস্থান নিৰ্দ্ধারণ করেন। এই স্থানে সুবৃহৎ দ্বাধিক ও তন্মধ্যবৰ্ত্ত ভূভাগে হাওয়াখানার ভগ্নাবশেষ বর্তমান রহিয়াছে। হাওয়াথানার চতুঃপাশ্বেই দীর্ঘকা—কি মনোরম দৃপ্ত! এই স্থানের কাজীপরিবার আজ ও মোসলমানসমাজে বিশেষ সন্মানিত । উপরোক্ত মাছিমর্থার চারিপুত্র-লতিফর্থ, মহম্মদৰ্থ, মনোয়ারখা, সরিফর্থ। পিতার মৃত্যুর পরে লতিফর্থ হয়বংনগরে, মহম্মদৰ্থী জঙ্গলবাড়ীতে ও মনোয়ারখা দেওয়ানবাগে ভদ্রাসন নিৰ্ম্মাণ করিয়া বাস করেন। মোয়াজমাবাদ । সোণারগায়ের ১২ মাইল উত্তরপশ্চিমদিকে অবস্থিত ব্ৰহ্মপুত্রতীরবর্তী মোস্লাজমপুর নামক স্থানকেই মিঃ ব্লকম্যান মোয়াজ্জমাবাদ বলিয়া প্রতিপন্ন করিতে সমুৎসুক । মেঘনাদের তীর হইতে ময়মনनिशरब ठेख्द्रशूलैंडांश्न शबम नौब्र प्रक्रिगणैौब्र भरींढ नभूषन्न ऋांन মোয়াজ্জমাবাদের অন্তর্গত ছিল। মোয়াজ্জমাবাদে পাঠান রাজগণের টাকশাল ছিল। এই স্থান হজরৎ-ই-জালাল ৰলিয়া অভিহিত হইত।