পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: উপক্রমণিকা । छाम्न रु७क७णि छ।इ श्रृंब्रिणकिङ श्हेब्राष्ट्रिश । हेर्शाउ अवृश्ठि झ्म्न cरु ভাওয়াল প্রদেশে অতি প্রাচীনকালে ব্রাহ্মণ্যধৰ্ম্ম বিশেষ প্রতিষ্ঠালাভ করিয়াছিল। o পালবংশীয় রাজগণের হিরোধানের পরে স্ববিখ্যাত গাজীৰংশ ভাওয়ালে প্রতিষ্ঠা লাভ করেন। গাজীবংশীয় রাজন্তগণ লাক্ষ্যানদী তীরবর্তী চৌরাগ্রামে বাসস্থান নিৰ্ম্মাণ করিয়াছিলেন। র্তাহাদিগের প্রাসাদাদির ভগ্নাবশেষ অস্থাপি বিলুপ্ত হয় নাই। গাজীদিগের সময়ে ভাওয়ালের রাজস্ব ৪৮৩•• ছিল বলিয়া জানা যায়। চৌরাগ্রামের চতুর্দিক প্রাকার-বেষ্টিত ছিল। ইহার অনতিদূরে গাজীদিগেয় রণতরী রাখিবার “কোধাখালী নামক খালের চিন্তু অস্থাপি বিলুপ্ত হয় নাই। ১৬০৮ খৃঃ অব্দে ঢাকা নগরীতে মোগলের রাজধানী প্রতিষ্ঠিত হইলে, ঢাকা ও তন্নিকটবৰ্ত্তী কতিপয় স্থান তাওয়ালেয় তদানীন্তন ভূম্যধিকারী গাজীবংশীরগণের হস্ত হইতে ছিন্ন করিয়া রাজধানীভূক্ত করা হয়। তৎপর হইতেই বর্তমান ঢাকা নগরীর উত্তর ও পূৰ্ব্বাংশের কতক স্থান লইয়া সাহাউজিয়াল পরগণার স্বষ্টি হইয়াছে। লোহাইদ, কীৰ্ত্তনীয়, পীরজালি ও মীর্জাপুর নামক স্থানে গ্রচুর পরিমাণে লৌহের করকচ প্রাপ্ত হওয়া যায়। লৌহের করকচ উত্তোলন কালে অনেক সমর নানাবিধ যন্ত্রাদির ভগ্নাবশেষ প্রাপ্ত হওয়া গিয়াছে। মোগল শাসন সময়ে এতদঞ্চলে লৌহের খনির অস্তিত্ব থাকা অবগত হওয়া যায় (১)। গবর্ণমেণ্ট হইতে স্থানে স্থানে স্মৃত্তিক খনন করিলে ভাওয়ালের অনেক প্রাচীন ঐতিহাসিক ভথ্য উদঘাটিত হইতে পারে। আইন-ই-আকবরি গ্রন্থে ভাওয়াল, সরকার বাজুহার অন্তর্গত ক্ষরু= جسrrيپيوي لپ--جw-rمايو سند ( ») see Gladwin's Translation of Ayni Akbari.