পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপক্রমণিকা। * নদীর উৎপত্তিস্থল বেলাব নামক স্থানের পূৰ্ব্বস্থিত ব্ৰহ্মপুত্র নদ পর্যন্ত প্রস্থে প্রায় ২০ মাইল। প্রাচীন স্ববর্ণগ্রাম, স্বাভাবিক পরিখায় পরিবেষ্টিত ও শক্রমণ্ডলী হইতে স্বরক্ষিত। ব্ৰহ্মপুত্রের এক স্রোতঃ সোনারগাঁও পরগণাকে পূৰ্ব্ব সোনারগাঁও এবং পশ্চিম সোনারগাও এই দুই ভাগে বিভক্ত করিয়াছে। পশ্চিম ভাগের অধিকাংশ ভূমি রক্তবর্ণ, কঙ্করময় ও উন্নত ; পূৰ্ব্বাংশের মৃত্তিক প্রায়শঃ বালুকাময়। পূৰ্ব্ব, পশ্চিম ও মধ্যভাগ দিয়া তিনটা নদী প্রবাহিত থাকায় শস্তাদির প্রচুর উপকার সাধন করিতেছে। - “নিষাদ, রাক্ষস, উপবঙ্গ, ধীবর, রিৰিক, নীলমুখ, কেরল, ওষ্ঠকৰ্ণ, কিরাত, কালোদর, বিবর্ণ, কুমার এবং স্বর্ণভূষিত জাতির অধুষিত দেশের মধ্য দিয়া হলাদিনী বা ব্ৰহ্মপুত্র প্রবাহিত। স্বর্ণভূষিত জাতি, ঢাকার নিকটবর্তী মোসলমান সময়ের পূর্ববঙ্গের রাজধানী সহয় সোনার গ নামক স্থানের সমীপস্থ ব্ৰহ্মপুরের উভয়কূলস্থিত ভূভাগের আদিম অধিবাসী” (১)। কাহারও কাহারও মতে এই স্বর্ণভূষিত হইতেই স্ববর্ণগ্রাম নামের উৎপত্তি হইয়াছে। জনশ্রুতি যে, মহারাজ দ্রুস্থার অনন্তরবংশু মহারাজ জয়ধ্বজের সময়ে এই বিস্তীর্ণ ভূভাগের উপর স্বধর্ণ বর্ধিত হইয়াছিল বলিয়া ইহা সুবর্ণগ্রাম আখ্যা প্রাপ্ত হইয়াছে। তৎপূৰ্ব্বে ইহা কিরাতাধিকৃত দেশ বলিয়া অভিহিত হইত (২)। স্ববর্ণগ্রামে কিরাতব্যবসায়ী আদিম শূদ্রের (১) ব্ৰহ্মাণ্ডপুরাণ, ৫১ অধ্যায়। See Asiatic Researches Vol. VIII. Page 331 & 332 (২) “তপ্তং কুওং সমারভ্য রামক্ষেত্রান্তৰং শিৰে। কিয়াভদেশে দেবেশি ..." ৮. ব্ৰহ্মাণ্ড-পুরাণে ভারতের পূর্বদিক কিরাত-ভূমি বলিয়া লিখিত আছে।