পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१० ঢাকার ইতিহাস । [*श् ९: । আজিও অসদ্ভাব ঘটে নাই। ত্রিপুরার ‘রাজমালা’ গ্রন্থ পাঠে অবগত হওয়া যায় যে মহারাজ দ্রুহু ব্ৰহ্মপুত্র-তীরস্থ ত্রিবেগ বা ত্রিবেণী নামক স্থানে রাজধানী সংস্থাপন পূৰ্ব্বক কিরাতদেশ জয় করিয়াছিলেন। স্নবর্ণবৎ পদার্থের বর্ষণ অসম্ভব নহে। ১৮৮৭ খৃঃ অশ্বের ১১ই আগষ্ট তারিখে বোম্বাই সহরে প্লাটিনম বৃষ্টি হইয়াছিল বলিয়৷ শ্রত হওয়া যায়। ১৭৭৪ খৃঃ অত্বে চীন দেশে বালুক বৃষ্টি এবং ১৮১• খৃঃ মন্ধে হাঙ্গেরীতে রক্তবৃষ্টির বিবরণ অবগত হওয়া যায়। যোগিনী তন্ত্ৰে কামরূপ রাজ্যের যে সীমা নির্দেশিত হইয়াছে তাহাতে অনুমিত জর যে এক সময় এই ভূভাগ কামরূপ রাজ্যের অন্তর্গত ছিল (১)। যোগিনীতন্ত্রোক্ত সুবর্ণপীঠকে কেহ কেহ সুবর্ণগ্রাম অঞ্চল বলিয়া নির্দেশিত করিয়া থাকেন। সুবর্ণপীঠ হইতে সুবর্ণগ্রাম নাম হওয়া অসম্ভব নহে । "মহেশ্বর নাম জনৈক বৈদ্যবংশোদ্ভব ব্যক্তি প্রাচীন মুবর্ণ গ্রামের ও তদবধিস্থ অনেক স্থান স্বনামে এক নম্বর ভূক্তে বন্দোবস্ত করেন, তাছাই ধীরে ধীরে মহেশ্বরদী নামে পরিচিত হইয়া পড়িয়াছে। ব্ৰহ্মপুত্রের উভয় কুলেই এমন কি সহর সোনারগার অনতিদূরেও কোনও কোনও প্রসিদ্ধগ্রাম তপ্লে মহেশ্বরদীর অন্তর্গত দেখিতে পাওয়া যায়। বন্দোবস্ত সময়ে সুবর্ণ গ্রামের বহিস্থ অনেক অনেক স্থান, মুবিধামতে বন্দোবস্তকারকগণ, এক নম্বরভূক্ত করিয়া গিয়াছেন। দক্ষিণ এগারসিন্ধুর উত্তরস্থ মেঘনাদের পূর্ববর্তী, লাক্ষ্যার পশ্চিমস্থ মহেশ্বরী, উত্তরসাহাপুর, কাটারব, গোবিন্দপুর, রামপুর, কাশীপুর, ভবাণীপুর, মহজুমপুর, (১) "উত্তরস্তাং কঞ্জগিরি করতোরাতু পশ্চিমে। उीर्थ ८अ8 निगू नौ भूf #ाः भिब्रिकबारक ॥ नचिAछक्रनूचना जांचांइtः नक्रभाव१ि ! কামরূপ ইতি খ্যান্ত: সৰ্ব্বশ্বান্ত্রে নিশ্চিন্তঃ " | {नििौ एठङ्कः