পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপক্রমণিকা । * > কামড়াপুর প্রভৃতি পরগণার বহিস্থ অংশ বাদে যাহা, তাহাই প্রাচীন সুবৰ্ণ গ্রাম” ( ) কোনও কোনও লোকের বিশ্বাস যে, মোসলমান দিগের সাময়িক রাজধানী মোগড়াপার ও তৎসন্নিহিত কতটুকু ভূমির নামই স্ববর্ণগ্রাম। কিন্তু বাস্তবিক তাহা নহে। সুবর্ণগ্রাম একটি বিস্তৃত সুবিখ্যাত প্রাচীন ভূখণ্ডের সাধারণ সংজ্ঞা । সোনারগায়ের উত্তর অংশ मप्रवद्रो नाम ब्रिङि। हेशब्र किब्रम६५ भग्नमननिश् cछणाएउ७ আছে। ব্ৰহ্মপুত্র ও মেঘনাদের সঙ্গমস্থানে, উত্তরাংশে কোথাও কোথাও অমুচ্চ টিল দৃষ্ট হয়। বেলাবর সন্নিকটে ২৩টা লৌহ স্তপ আছে। প্রাচীন স্ববর্ণগ্রামের পশ্চিম বিভাগ হইতে পূর্ব বিভাগে বসতি ও উন্নতি অধিকতর পরিলক্ষিপ্ত হইয়া থাকে। যে সময়ে সমগ্র বঙ্গদেশ পশ্চিম ও পূৰ্ব্ব এই দুই ভাগে বিভক্ত হইয়া গৌড় ও সুবর্ণ গ্রাম রাজধানীদ্বয়ের অধীনে পৃথক ভাবে শাসিত হইত, সেই সময়ে স্বাৰ্ত্ত রঘুনন্দন ভট্টাচার্য লৌহিত্য নদের পূর্ব দিকে বঙ্গদেশ এবং সেই বঙ্গে স্বর্ণগ্রাম প্রভৃতি অবস্থিত বলিয়া লিথিয়াছেন : ২ )। এজন্য কেহ কেহ বলেন যে স্বাৰ্ত্ত ভট্টাচাৰ্য্য ব্ৰহ্মপুত্রের সর্ব পশ্চিমন্থ প্রবাহকেই বঙ্গের পশ্চিম সীমা বলিয়া নির্দেশ করিয়াছেন। তৎকালে লোৰিত্যের পূর্বদিক বঙ্গ এবং পশ্চিমস্থ তাবৎ ভূভাগ গৌড় ৰলিয়া কথিত হইত। সম্ভবতঃ এই সময়েই ব্ৰহ্মপুর ঢাকার পশ্চিম দিক দিয়া প্রবাহিত হইয়া আইয়ল বিল মধ্যে গঙ্গার সহিত সম্মিলিত হইয়াছিল। আবার বঙ্গের সীমা শক্তি সঙ্গম অন্ত্রের ৭ম পটলে নির্দিষ্ট হইছে – “ब्रप्लांकब्र१ नषांब्रङा उषभूयांउभरथिएव । ৰঙ্গদেশো ময় প্রোক্তঃ সৰ্ব্ব সিদ্ধি প্রদর্শকঃ ॥" ( ०) श्व4 अप्प्रब्र हेलिशन-बैचङ्गण छठा ब्रांद्र यौठ । ( २) "(लोहिऊ९ शूठिः बक्रः ।। ६:न च4भीषींश: ॥”