পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৬৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট । too अग्नाशो (प्लोबूब्रानौ घांबदाजौद्र शदिशाब्र छछ aाञ्च कृग्निशं ब९गब्र অতীত হক্টল এই ঘাটটী নিৰ্ম্মাণ করিয়াছেন। এই ঘাটের দক্ষিণ দিকে বৃহৎ একটী রটগাছ। এই বট তলায়ই নাম প্রেমণ্ডল । চৈত্র মাসে বটতলাতে তিন চারি শত বাউল বাউলিনী সমবেত হইয়া নৃত্যগীতে ছয় সাত দিবস অতিবাৰ্তি করিয়া থাকে। এখানেও একটা মৃন্ময়ী কালী মূৰ্ত্তি স্থাপিত আছে। প্ৰেমতলার নাতিদূরে ক্ষুদ্র একটা ইষ্টক গৃহে গৌরগদাধর যুগল মূৰ্ত্তি প্রতিষ্ঠিত। চরগঙ্গারাম-নিবাসী গোস্বামীগণকর্তৃক এই যুগল মৃৎপ্তি সংস্থাপিত হইয়াছে। ইহার দক্ষিণে অপর একটী কালী বাড়ী। প্রায় শত বর্ষ পূৰ্ব্বে বন্দর নিবাসী কীৰ্ত্তিনারায়ণ চৌধুরী এই মৃগী কালী মূৰ্ত্তি স্থাপন করিয়াছেন এবং এখানে লৌহিত্যজলে একট ঘাট নিৰ্ম্মাণ করিয়াছেন। কীৰ্ত্তিনারায়ণ চৌধুরীর পৌত্র কালীনারায়ণ চৌধুরী কালীকাদেবীর নব সংস্কৰণ করিয়াছেন, এবং মুন্দর একটা মন্দর এবং মন্দিরের দক্ষিণ ভাগে একটা পঞ্চরত্ন মঠ নিৰ্ম্মাণ করিয়াছেন । জন্মকালী বাড়ীর উত্তরে বরদেশ্বরী নামে অষ্টভূজা স্বগ্নী কাণী মূৰ্ব প্রতিষ্ঠিতা। ইংর পুৰ্ব্বদিকে বীরপাড়া নিবাসী রামভদ্র মিত্র কত্ত্বক নিৰ্ম্মিত দুইশত বৎসরের পুরাতন একটা ঘাট ছিল । উৎ রাজবাট নামে পরিচিত ছিল। সেই ঘাটটা জীবিীর্ণ হওয়াতে, উহার উপরে অপর একটা नूडन थाप्ने अङठ श्हेब्राप्झ् । বালিয়াট-নিবাসী সাৰ বাৰুগণ এই সুঙন ঘাটের নিৰ্ম্মাতা। বরদেশ্বরীর বাড়ীর উত্তরভাগে শ্মশানভূমির উত্তরে খাল, খালের উত্তরে একটা ক্ষুদ্র ইকৈছে গৌরনিতাই স্থাপিত । हेशब उख्छ,बाँबम्बिब भूर्लक्रिक,५की दूर९ बांझे वित्रांबिठ । बरे वाले দেড়শত বৎসরের পুরাতন ৰশিল্প সকলে জম্বুমান করে। ইহা বলরামের ঘাট নামে খ্যাত। সোপানগুলি স্থানে স্থানেৰিক্ট হইলে স্থানীয় জমিদার