পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38 छांकांग्र हैडिहनि ।

  • ग१शांग्नीय झिण रुणिग्नां ¢कह ¢कह अळूबांध्र कब्रिग्न थांप्रुन । (धहे তাম্রশাসনোক্ত পাশত, বর্ণি, তালপাটক, ভেঙ্কটক প্রভৃত্তি গ্রাম আধুনিক পলাশ, বৰ্ম্মিয়, তালপাড়া এবং দৰগাও হওয়া অসম্ভব নছে।

এই অঞ্চল কোনও সময়ে প্রাগজ্যোতিষপুরের, পরে বঙ্গেশ্বরের এবং মধ্যে মধ্যে ত্রিপুরাধিপের শাসনাধীন ছিল। যে সময়ে ভাওয়ালে -পালবংশীয় নরপতিগণের প্রভাব বিস্তৃত হয়, তৎকালে ইহা তাহাদিগের অধীনেই স্তন্ত ছিল। ভাওয়ালের বিবরণ পাঠেও অবগত হওয়া যায় ৰে এক সময়ে সুবর্ণগ্রাম ভাওয়ালের অধীনেই শাসিত হইত। যোগিনী তন্ত্রে লিখিত আছে, পুরাকালে বিস্তুসিংহ নামক জনৈক প্রবল পরক্রান্ত ভূপতি স্বীয় ভূজবলে কামরূপ, সেীমার ও পঞ্চগৌড় অধিকার করিয়াছিলেন। যথা :-"একোছি জিতবা কামান সোঁমারা গৌড়পঞ্চমান।” সেনবংশীয় নরপতিগণের অভূখানের সঙ্গে সঙ্গেই এই স্থান তাছাদিগের ছত্রাধীন হইয়াছিল। মহারাজ বল্লালসেন ( প্রথম ) একডালার দুর্গ নিৰ্ম্মাণ করেন। সেনবংশীয় রাজগণ মধ্যে কেহ কেহ একডালাতে বাস করিয়াই এতদঞ্চল শাসন করিতেন। খৃষ্টীয় ত্রয়োদশ শতাব্দীর .শেষ পর্য্যস্ত স্নবর্ণগ্রামে হিন্দু শাসন প্রতিষ্ঠিত ছিল। মহারাজ দ্বিতীয় -বল্লালসেন কোঙর মুনার নামক স্থানে তদীয় রাজধানী স্থাপন করিয়াছিলেন। এই কোঙরমুনারেই শেষ হিন্দু রাজধানী ছিল। দ্বিতীয় বল্লালের পতনের পর হইতেই সুবর্ণগ্রাম মোসলমান শাসনাধীনে আসে। পাঠান ভূপতিগণ পূৰ্ব্ববঙ্গে তাঁহাদিগের জৰিকার স্ববৃঢ় করিবার জন্ত এখানে রাজধানী সংস্থাপন করেন। পাঠান রাজগণের প্রাধান্ত বিলুপ্ত हहैदांब्र जात्र गएक्रहे दामर्थ cडोभिटकब्र अष्टाठभ cछौबिक हेठिशन थनिरु স্ট্রশাখ মসনদঙ্গালি মুবর্ণগ্রামের আধিপত্য লাভ করেন। অতঃপর ইছা মোগল শাসনাধীন হইয় পড়ে ।