পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Yos छांकांब्र हेडिशन ? পশ্চিম সীমা পদ্মা ও চন্দ্রপ্রতাপের কিয়দংশ এবং জারিয়ল বিলের অপর পারস্থ দোহার, গালিমপুর (উহা চক্সপ্রতাপ ও বিক্রমপুরের সীমান্তস্থানে অবস্থিত) প্রভৃতি স্থান ; দক্ষিণ সীমা ইদিলপুর। পদ্মানী বিক্রমপুরের মধ্য দিয়া প্রবাহিত হইয়া ইহাকে উত্তর বিক্রমপুর ও দক্ষিণ-বিক্রমপুর এই দুইভাগে বিভক্ত করিয়াছে। ১৮৬৯ খৃঃ আবে পদ্মার গতি পরিবৰ্ত্তিত হইয়া বিক্রমপুরের দক্ষিণভাগ ঢাকা জেল হইতে পৃথক হইয়। যায়। ১৮৭১ খৃঃ অক্টের ১৭ই জুনের গবর্ণমেণ্ট বিজ্ঞাপনী অনুসারে ঐ সনের ১লা আগষ্ট হইতে রাজনগর, জপসা, কোয়রপুর, নড়িয়া, লোনসিংহ, কাৰ্ত্তিকপুর, ফতেজঙ্গপুর, নগর, বিবারী, পণ্ডিতসার, কেদারপুর, মুলফংগল্প, পালং, পোড়াগাছ, কুড়াশি, পারগাও প্রভৃতি ৪৫৮ খান গ্রাম সহ দক্ষিণ বিক্রমপুর, বাকরগঞ্জ জিলার অন্তর্ভুক্ত হয়। এই গ্রামগুলি মূলফংগঞ্জ থানার অধীন ছিল। ১৮৬৬ সালের পূর্বেই মুলফংগল্প থানার শাসনসংক্রান্ত কার্য বাকরগঞ্জ জেলার ম্যাজিষ্ট্রেটের অধীনে স্তন্ত করা হইলেও কাৰ্য্যতঃ তাহ হয় নাই। অধিবাসীবৃন্দের তুমুল আন্দোলনের ফলে মূলফংগল্প সহ মাদারীপুর মহকুমা ১৮৭৪ খৃঃ অকে ফরিদপুর জেলার অন্তভূক্ত হয়। পদ্মার যে শাখা উত্তর বাহিনী হইয় বছর, বালিগ, সুবচনী, তালতলা প্রভৃতি স্থান দিয়া ধলেশ্বরীর সহিত সম্মিলিত হইয়াছে, তাহ আবার উত্তর বিক্রমপুরকে পূৰ্ব্ব বিক্রমপুর ও পশ্চিম বিক্রমপুর এই দুই অংশে বিভক্ত করিয়াছে। বিশ্বরূপ সেনের তাম্রশাসন দ্বার সিদ্ধান্ত হইয়াছে যে বর্তমান চাকা জেলার অনেকাংশ ও ফরিদপুর জেলার কতকাংশ তৎসময়ে বিক্রমপুর নামে অভিহিত হইত। খৃষ্টর নবম শতাৰী পৰ্যন্তও এই স্বান সমতট নামে পরিচিত ছিল। মিঃ কানিংহাম হইতে আরম্ভ করিয়া ফাগুসন, ওয়াটস প্রভৃতি অনেকেই সমতটের স্থান নির্ণয়ে মস্তিষ্ক পরিচালনা