পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপক্রমণিকা । - ২৯ নিকট বঙ্গবরাহ বলি প্রচলিত আছে। এই অঞ্চলের অনেকানেক স্থানেই বনজুর্গার নিকটে বরাবলির প্রথা প্রবর্তিত দেখিতে পাওয়া যায়। পালবংশীয় নরপতিগণের অধঃপতনের পর এতদঞ্চল গাজীৰংশীয়গণের হস্তগত হয় । মোসলমান শাসন সময়ের প্রারম্ভে এবং গাজীবংশীয়, গণের প্রাধান্ত লাভের পূৰ্ব্বে কাল্পীদিগের হন্তেই বিচারভার স্তন্ত ছিল। কাজীগণ সাভার গ্রামে বাস করিতেন। কাজীগণের নামানুসারেই “কাদীর গাঙ্গ” নদীর নামকরণ হইয়াছে। আগলা, আমত, আটগ্রাম, ইলিচপুর, উখুলি, উলাইল, কর্ণপাড়া, কলতা, কলাকোপা, কাঞ্চনপুর, কালিয়াকৈর, কাশিমপুর, কালিকাপুর, কিরধি, কুমরগঞ্জ, কুণ্ডড়া, কুমরাইল, কুণ্ডকহাটী, কৈলাল, কোঠবাড়ী, খলসী, গড়পাড়া, গাল গালিমপুর, গোবিন্দপুর, চান্দহর, চোরাইল, চৌহাট, ছনক, জয়মওপ, জয়পুর, জয়কৃষ্ণপুর, জাগির, জাফরগঞ্জ, ঝাউকানা, কিটকী, তরা, তুইতাল, তেতুলকোড়, তেওভ, দত্তগ্রাম, দাসর, দাউদপুর, দেবতারপট, দোহার, ধানকোড়, ধামরাই, ধুল্লা, নবগ্রাম, নয়াবাড়ী, নটাখোল, নবাবগঞ্জ, নারিণী, নালী, নান্নার, পারাগাও, পৈল, ফিরিঙ্গিপাড়া, ফুলবাড়িয়া, বরাদিয়া, বৰ্দ্ধনপাড়, বানিয়াজুরী, বালিপূর, বালিয়াট, বায়রা, বাদুর, বুতুনী, বেতুলিয়া, মত্ত, মহাদেবপুর, মামুদপুর, মাধবপুর, মাহিয়ারী, মাণিকগঞ্জ, মাণিকনগর, মসাইল, তির, মুকসুদপুর, মৈনট, যন্ত্রাইল, যাদবপুর, রঘুনাথপুর, রাইপাড়া, রাজাসন, রাজারামপুর, রাজধারা, রূপস, রোয়াইল, লক্ষ্মীকোল, লেছরগঞ্জ, শিকারীপাড়া, শিবালয়, যাটম্বর, সরুপাই, সাতুরিয়া, সাভার, সানপুকুর, লিঙ্গৈর, লিয়ালোমার্চ, স্বয়াপুর, হুঙ্গর, মুরগঞ্জ, সেনাপাড়, সোল্লা, হরিশকুল, হাটপাড়া; হোসনাবাদ প্রভৃতি গ্রাম এই বিভাগের অন্তর্গত।