পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

レe পালবংশীয় শোপাল, হরিশ্চন্ত্র, শিশুপাল প্রভৃতি রাজাগণ মাধবপুরে, দাভারে, এবং ভাওয়ালের উত্তর-পশ্চিমাংশে দীঘলিরছিট নামক স্থানে রাজধানী স্থাপন করিয়া এতদঞ্চল শাসন করিতেন । দীঘলিয়ছিট নামক স্থানের নিকটবর্তী শৈলাট গ্রামের দক্ষিণপার্থে শিশুপালের পুষ্পবাটিক ছিল । বঙ্গের শেষ ংিসূরাজবংশ রামপাল নগরে বহুকাল রাজত্ব করেন। রামপালের অধঃপতনের পর বঙ্গদেশের স্বাধীনতা ও ভাগ্যলক্ষ্মী চিরতরে অন্তৰ্হিত হয়। কেহ কেহ বলেন রামপাল স্বপ্রাচীন সমতটেরই নামস্তর মাত্র। শেষ হিন্মু-নরপতি, মোসলমান সেনাপতি মহম্মদ বক্তিয়ার খিলিজী কর্তৃক নবদ্বীপ অধিকারের পর, সপরিবারে তথা হইতে পলায়ন করিয়া পৈত্রিক প্রাচীন রাজধানী রামপাল নগরীতে আশ্রয় গ্রহণ করেন। তিনি মৃত্যু পর্যন্ত স্বাধীনভাবে রামপালে এবং সোনারগায়ে রাজধানী স্থাপনপূর্বক নিরাপদে পূর্ববঙ্গে রাজত্ব করিতে থাকেন। তদীয় বংশধরগণ শতাধিক বৎসর কাল পর্যন্ত পূৰ্ব্ববঙ্গে হিন্দুরাজগণের শাসন-প্রভাব অব্যাহত রাখিতে সক্ষম হইয়াছিলেন । মোসলমানগণের দুৰ্দ্ধৰ্ষ পরাক্রমে নবদ্বীপ-পতনের বহুকাল পরে পূর্ববঙ্গ অধিকৃত হয়। পূৰ্ব্ববঙ্গ বিজয়ের পর হইতেই বাঙ্গালার স্বাধীনতার চিহ্ন পৰ্য্যন্ত বিলুপ্ত হয়, বাঙ্গালীর দাসত্ব ও জাতীয় অধোগতি সম্পূর্ণরূপে আরম্ভ হয়। খৃষ্টীয় চতুর্দশ শতাব্দীতে রামপালের অধঃপতন সংঘটিত হইলে সোনারগায়ের উন্নতি আরম্ভ হয়,এবং মোসলমানগণ লিখিত ইতিহাসে উছা । .ীরবের সহিত উল্লিখিত হইতে থাকে। জিয়াউদ্দিন বারণি সৰ্ব্বপ্রথম সোনারগায়ের উল্লেখ করেন। খৃষ্টীয় ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগেও সোনারগায়ে হিন্দুরাজত্ব প্রতিষ্ঠিত ছিল। চতুর্দশ শতকের প্রারম্ভ সময়েই সোনারগার মোসলমান শাসনকৰ্ত্ত নিযুক্ত হইতে থাকে এবং