পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\LV চাকার ইতিহাস । *ष १ः ] নরসিংদী, পাচদোন, মাধবী, মনোহরদী, বালিয়াপাড়, মহুজুমপুর, পঞ্চমীঘাট, লাঙ্গলবন্ধ, কাইকারটেক হইয়া সোনারগাও পরগণার দক্ষিণে শীতললক্ষ্যার শেষ সীমায় মিলিত হইয়াছে। অনেকে অনুমান করেন, এই স্রোতঃ ও মেঘনাদ পুরাকালে একশ্রোতাই ছিল। বেলাব হইতে এক শাখা আইরলখ নামে প্রবাহিত হইয়া নরসিংহদীর সন্নিকটে মেঘনাদে মিলিত হইয়াছে। ব্ৰহ্মপুত্রের অনতিদূরে এই আইরলখা হইতে উৎপন্ন হইয়া হাড়িধোয় নামে এক ক্ষুদ্র শাখা নাগরদী, গুপ্তপাড়ার নিকটে ব্ৰহ্মপুত্রে পতিত হইয়াছে। ব্ৰহ্মপুত্রের এক শ্রোতঃ সোনারগ পরগণাকে স্বাভাবিক নিয়মে দ্বিধা বিভক্ত করিয়াছে। ব্ৰহ্মপুত্রের-প্রাচীন-খাত—প্রাচীন ব্ৰহ্মপুত্র টােকচাদপুরের পূৰ্ব্বদিকে আসিয়া সোনারগাe—মহেশ্বরদী পরগণার মধ্যদিয়া ঢাকা জেলায় প্রবেশ লাভ করিয়াছে। তথা হইতে দক্ষিণ বাহিণী হইয়া সহর সোনারগায়ের পশ্চিমদিক দিয়া প্রবাহিত হইত। এই প্রাচীন ব্ৰহ্মপুত্র কলাগাছিয়ার সন্নিকটে ধলেশ্বরীর সহিত মিলিত হইয় মেঘনাদে পতিত হইত। এই নদী এখন মরা নদী বলিয়া অভিহিত হয়। ইহারই তীরে লাঙ্গলবন্ধ ও পঞ্চমী ঘাট অবস্থিত। লৌহিত্য—রামায়ণে ব্ৰহ্মপুত্রের নাম পরিলক্ষিত হয় না। কিন্তু মহাভারতে এই নদীরনামলোহিত্য বলিয়া উল্লিখিত হইয়াছে। পুরাণ এবং তন্ত্রাদিতে ব্ৰহ্মপুত্র নামই দৃষ্ট হয়। কেহ কেই অনুমানকরেন যে বিশ্বামিত্রবংশীয়গণের দশবিধ শাখার এক শাখার নামানুসারে ইহার নাম “লৌহিত্য’ হইয়াছে। কালিকা পুরাণের ৮৫ অধ্যায়ে লিখিত আছে “লোহিত্যাৎ সরসোজাতো লৌহিত্যাখ্যস্ততোছভবং”। পরশুরাম নাকি পাৰ্ব্বত্য পথদিয়া